শিরোনামঃ-

» সিলেট উন্নয়ন পরিষদকে গণদাবির অভিনন্দন

প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২০ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট বিভাগবাসীর ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে সিলেট উন্নয়ন পরিষদ নামক সংগঠনটি আত্মপ্রকাশ করায় অভিনন্দন জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটি।

এক যুক্ত বিবৃতিতে গণদাবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব কলন্দর আলী, সাধারণ সম্পাদক এম. শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রুহুল ইসলাম মিঠু বলেন, সিলেট উন্নয়ন পরিষদ গঠনের ফলে সিলেটবাসীর ন্যায্য দাবি আদায়ের প্লাটফর্ম আরো শক্তিশালী হলো। নেতৃবৃন্দ সিলেট উন্নয়ন পরিষদের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সিলেট বিভাগ বাসীর বঞ্চিত দাবি আদায়ে আমরা নতুন সহযোগীদের সাফল্য কামনা করছি। নেতৃবৃন্দ আরো বলেন, আগামী দিনগুলোতে উভয় সংগঠনগুলো সিলেটবাসীর ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এম প্রত্যাশা
ব্যক্ত করেন গণদাবি পরিষদ নেতৃবৃন্দ।

এছাড়াও বিবৃতিতে গণদাবি পরিষদ নেতৃবৃন্দ বলেন, সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েল গেজের পাশাপাশি ডাবল রেলপথ লাইন নির্মাণের জন্য নতুন প্রকল্পে সংযোজিত করার জোর দাবী জানানো হয়। তাছাড়াও সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার
ইউনিয়নের ১নং, ২নং ও ৩নং ওয়ার্ড সমূহ সম্পূর্ণ এলাকা সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্তির জন্য স্থানীয় এলাকাবাসীর ন্যায্য দাবির প্রতি গণদাবি পরিষদ একাত্মতা প্রকাশ করেছে। একই সাথে প্রস্তাবিত বাদাঘাট-তেমুখীতে দৃষ্টিনন্দন গোলচত্ত্বর নির্মাণ কাজ শুরু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031