শিরোনামঃ-

» খুব শিগ্রী বাজারে আসছে CHOOSING THE RIGHT GOAL

প্রকাশিত: ০৪. জুন. ২০২০ | বৃহস্পতিবার

জীবনের সফলতা অর্জনের মুল চাবি

নিজস্ব রিপোর্টারঃ
আমরা সকলেই চাই জীবনে সফলতা অর্জন করতে, জীবনকে সুখে শান্তিতে উপভোগ করতে কিন্তু আমরা ৭০% লোক পারিনা তা অর্জন করতে।

কেন পারিনা তার জন্য এম এ কুদ্দুস রচিত CHOOSING THE RIGHT GOAL বাজারে আসতেছে।

এই বইটি অত্যন্ত জরুরি সফলতা অর্জনের জন্য।

আমাদেরকে প্রথমত সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করতে পারবো, কি করলে আমরা সফলতা অর্জন করতে পারবো।

এটি জানা অত্যান্ত জরুরি, যদি আমরা সিদ্ধান্ত নিতে না পারি তাহলে তো এখানেই সবকিছুর সমাপ্ত আর কোথাও যাওয়া যাবে না বা যাওয়ার প্রয়োজন ও হবে না।

৭০% লোকের কোন ধারণা নেই তারা কি করতে পারবে?

তুমি যদি কাউকে জিজ্ঞেস কর কি খুবই ব্যস্ত, কোথায় যাচ্ছেন, সারাদিন আপনাকে খুবই ব্যস্ত দেখায়।

উত্তরে বলবে সহজভাবে জানি না।

যদি তুমি জানো না তাহলে তুমি কেন দৌঁড়াচ্ছো?

তাই জীবনে সফলতার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সফলতার মুল চাবি।

এখানে ভুল সিদ্ধান্ত নিলে জীবনেও সফলতা অর্জন করা সম্ভব নয়।

বাস্তবে দেখা গেছে যে, যারা খুবই চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে কি করবে তারাই ৫০% সফলতা অর্জন করতে পেরেছে।

আর যারা দেখাদেখি শুনা-শুনি সিদ্ধান্ত নিয়েছে তারা কিছুই করতে পারে নাই।

আপনি যাহা চান তাহা পাওয়ার মোটেই সম্ভব নয়।
আপনি যাহা পারেন করতে তাহাই পাবেন।

CHOOSING THE RIGHT GOAL বইটি বলে দিবে আপনি কোথা থেকে শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন, কি আপনি করতে সক্ষম তা বলে দিবে।

বাজারে গেলে দেখা যায় যে, হাজারও রকমের দোকান এ হাজার রকমের কারণও আছে।

এটি জানা খুবই জরুরি সফলতা অর্জনের পথে।

জীবনের সফলতার জন্য আপনার সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এটিই আসল এটি ভুল হলে সবই ধ্বংস। যেমন ধরেন আপনি সরাদিন ঘুরছেন কিন্তু জানেন না আপনি কোথায় যাবেন?

আপনি সিদ্ধান্ত নেননি আপনার ঘুরবার উদ্দেশ্য তাই সিদ্ধান্তই আসল সফলতার চাবি।

কিন্তু এ সিদ্ধান্ত নিতে আমরা ৯৫% লোক ভুল সিদ্ধান্ত নেয়, তাই পরিশেষে আমরা মনে দুঃখ নিয়ে সবকিছু বাদ দিয়ে দেই।

তাই আসুন এ বইটি পড়ুন এবং সফলতা অর্জন করুন।

এম এ কুদ্দুস জীবনে একজন সফল মানুষ তিনি একজন নিষ্ঠাবান ব্যাক্তি। অসাধারণ একজন সফল কর্মী।

লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার তিনি একান্ত পরিশ্রমের ফসল এ বইটি আশা করি পড়বেন,
যাহারা সফলতা অর্জন করতে চান।

এ পৃথিবীতে আপনি নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। কেউ আপনাকে করে দিবে না।

আপনার নিজের প্রতি বিশ্বাস করে সামনের দিকে যেতে হবে। তাই লেখকের আশা থাকবে বইটি পড়ার জন্য, বইটি ইংরেজিতে লেখা পেতে ইমেইল করুন
Qudduslon@aol.com
অথবা সরাসরি Amazon.com এ পাবেন
সবাইকে ধন্যবাদ

কেন পড়বেন বইটি
১. সময় নষ্ট না করে সফলতা অর্জন করা।
২. সঠিক সিদ্ধান্ত নিতে, ভুল মুক্ত থাকতে।
৩. নিজেকে উৎফুল্ল রাখা, সামনের দিকে যাওয়ার জন্য।
৪. এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার, অন্যের কাছে হাত না পেতে।
৫. জীবনে স্বপ্ন আছে বলেই আমরা এখনও বেঁচে আছি। স্বপ্ন পূর্ণ করুন।
৬. নিজের সিদ্ধান্তের উপর আস্থা রাখতে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৪ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031