শিরোনামঃ-

» শাবিপ্রবিতে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হতে যাচ্ছে

প্রকাশিত: ০৭. মে. ২০২০ | বৃহস্পতিবার

শাবিপ্রবি প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ পরীক্ষা শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে স্থাপিত ল্যাব পরিদর্শন করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আগামী সোম অথবা মঙ্গলবার থেকে এখানে পরীক্ষা শুরু হওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে আগামী সপ্তাহ থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষা করা যাবে। একইসাথে এ ল্যাবে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করা সম্ভব বলেও জানান তিনি।

এখন পর্যন্ত সিলেট বিভাগের মধ্যে কেবল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা হয়।

সীমিত সামর্থ্য নিয়ে পুরো বিভাগ থেকে আসা রোগীদের নমুনার চাপ সামলাতে হিমশিম খেতে হয় এই ল্যাব সংশ্লিষ্টদের।

সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রতিদিন প্রায় ৪৫০ নমুনা আসলেও পরীক্ষা হয় গড়ে ১৫০টি।

তাই জমা পড়ে থাকে অনেকগুলো নমুনা। নমুনা সংগ্রহের পর পরীক্ষার ফলাফল জানতে অনেকদিন অপেক্ষা করতে হয় রোগীদের।

এ অবস্থায় আগামী সপ্তাহ থেকে শাবিপ্রবির গবেষণাগারে স্থাপিত ল্যাবে আগামী সপ্তাহ থেকে করনোভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৫ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031