শিরোনামঃ-

» সিলেট এই প্রথম একজন ব্যক্তিকে করোনা আক্রান্ত রোগী হিসেবে সনাক্ত করা হলো

প্রকাশিত: ০৫. এপ্রিল. ২০২০ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন চিকিৎসক।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

তিনি বলেন, এখন রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে ঢাকা থেকে আমাদেরকে ফোনে জানানো হয়েছে সিলেটে এ চিকিৎসকের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, গতকাল শনিবার (৪ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নমুনা পাঠানো হয়।

আজ রবিবার তারা আমাদেরকে জানায় যে, রির্পোট পজেটিভ। তবে তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। আমরা এখনও সিদ্ধান্ত নেইনি বাসা লকডাউন এর। তবে আলোচনা চলছে।

এর আগে সিলেটে করোনা সন্দেহে সর্বশেষ ১৮ জনের নমুনা পরীক্ষা করে কারও মাঝে পজিটিভ পাওয়া যায়নি। তাদের নমুনা ঢাকায় পাঠানো হলেও কারো নমুনায় পজিটিভ বা কেউ করোনা আক্রান্ত না থাকায় রিপোর্ট সিলেটে পাঠানো হয়নি।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত রাজধানী ঢাকা ছাড়াও আরো ১০ জেলায় করোনা রোগী শনাক্ত হলেও সিলেটে এই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হল।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৮ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031