শিরোনামঃ-

» সিলেটে তরুণ ও যুবকদের উপর মিথ্যা মামলার দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০২০ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

এসএমপি শাহপরান (রঃ) থানা সৈয়দ পুর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তরুণ ও যুবকদের উপর মিথ্যা মামলার দিয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসীর উদ্যাগে তামাবিল রোড মেজরটিলা পয়েন্টে বিভিন্ন শ্রেণির লোকজনের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগীদের অভিযোগ জানা যায় শাহপরান (রঃ) থানা এলাকার সৈয়দপুরের উনাই মিয়ার স্রী রহিমা বেগম ও বদর উদ্দিনের দীর্ঘদিন ধরে দেবপুর মৌজার ৮৯২ খতিয়ানের ২৪১ দাগের জমি নিয়ে বিরোধ চলে আসছে।

বদর উদ্দিনের মামাতো ভাই মোক্তাদির আলী লিমন নিজে বাদি হয়ে গত ১৫ /১২/২০১৯ ইংরেজিতে সিলেট আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।

এ মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।

এ সময় বক্তব্য রাখেন- সৈয়দপুর উদয়ন যুব সংঘের সভাপতি মোহন আহমদ, ভুক্তভোগী উনাই মিয়া, সেলিম আহমদ, আব্দুল ওয়াহিদ, গণি মিয়া, তোতা মিয়া, কতুব, রুহেল আহমদ, আশরাফ মৌলানা, কাউসার, জাকির, রবিন, মাসরুল, আব্দুল গফুর রনি প্রমুখ।

ভুক্তভোগী উনাই মিয়া বলেন- আমার মেজো ছেলে আনোয়ার কে গত ২৮ জানুয়ারি রাতে হঠাৎ একদল পুলিশ এসে আটক করে নিয়ে যায় থানায় তার আমি সহ এলাকার সবাই জানলাম কোর্টে চাঁদাবাজির মামলা করেন মোক্তাদির আলী লিমন।

তিনি আরও বলেন জায়গার বিরোধ স্হানীয় এলাকার পঞ্চায়েতের মাঝে শালিশী বৈঠক চলাকালিন সময়।

আদালতের মাধ্যমে থানা থেকে কোন নোটিশ বা পুলিশ তদন্ত করতেও আসেনি।

এর আগেও রহিমা সহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলে আদালত রহিমা বেগমের পক্ষে রায় দিয়েছেন।

এখন চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করছে প্রভাবশালী মোক্তাদির আলী লিমন। এলাকাবাসী এ মিথ্যা মামলা প্রত্যাহার দাবি জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930