শিরোনামঃ-

» কানাইঘাটে সড়কের বাজারে চাঁদাবাজী ও ইজারাদারকে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০১৯ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধিঃ

সিলেটের কানাইঘাট উপজেলাধীন আব্দুল গফুর ওয়াকফ এস্টেস্টের মালিকানাধীন ‘সড়কের বাজার’ গরুর হাটে অন্যায়ভাবে চাঁদাবাজী ও ইজারাদারকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপারের কাছে গত ২৮ ডিসেম্বর এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ওয়াকফের সভাপতির কাছে গত ২৬ ডিসেম্বর লিখিত অভিযোগ দায়ের করেছেন বাজারের ইজারাদার মো. আবু রায়হান।

বাজারের ইজারাদার আবু রায়হান জানান, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কানাইঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত আব্দুল গফুর ওয়াকফ এস্টেস্টের মালিকানাধীন ‘সড়কের বাজার’ চলিত ১৪২৬ বাংলা সনের ১লা বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত ৬৭ লক্ষ ২০ হাজার টাকা ইজারামানি প্রদান করে ভোগ দখল করে আসছি। কিন্তু সাবেক ছাত্রলীগ নেতা কানাইঘাটের দর্পনগর পশ্চিম গ্রামের তাজিম উদ্দিন, ইসমাইল, রাসেল, সজিব, মুসলিম উদ্দিন ও দক্ষিণ কুওররমাটি গ্রামের শাহাব উদ্দিন সন্ত্রাসীদের নিয়ে দৈনিক এক লক্ষ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না দেয়ায় আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বারবার।

বিগত ১২ ডিসেম্বর তারা বাজারের টুল আদায়ের কক্ষে এসে ক্যাশবাক্স ছিনিয়ে নেন। এখন তারা বাজারে টুল আদায় করতে দিচ্ছে না।

গরু নিয়ে আসা ব্যবসায়ী ও দরিদ্র গ্রামবাসীদের অস্ত্রের মুখে বাজারে প্রবেশ করতে দিচ্ছে না। এর ফলশ্রুতিতে সোমবার (৩০ ডিসেম্বর) সকালে গরু ব্যবসায়ীরা গরু নিয়ে বাজারে আসলে চাঁদাবাজরা দেশীয় অস্ত্রহাতে হুমকি দিয়ে ব্যবসায়ীদের বাজার থেকে বের করে দেয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৫৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031