শিরোনামঃ-

» মানবাধিকার দিবসে বিএমবিএফ সিলেটের আলোচনা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১২. ডিসেম্বর. ২০১৯ | বৃহস্পতিবার

আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে : এডভোকেট শামসুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। অপরাধীদের দ্রæত আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে সরকার কাজ করছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এবং সমাজের অবহেলিত ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর বাংলাদেশ সাফল্য অর্জন করেছে। অচিরেই শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিশ্বে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবো। তিনি মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে নিজ অবস্থান থেকে কাজ করার এবং পরিবার থেকেই মানবাধিকার প্রতিষ্ঠার কাজ শুরু করার আহবান জানান তিনি।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে নগরীর নজরুল একাডেমির সম্মেলনকক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেটের উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে একেটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিএমবিএফ সিলেট বিভাগীয় সভাপতি ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য সিলেট জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, পুষ্টি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক সোহাদ রব চৌধুরী, বিএমবিএফের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম আসাদুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত বর্মন, সিলেট সিটি সেন্টারের নির্বাহী পরিচালক সহীদুর রহমান চৌধুরী সাজু, বিএমবিএফ সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সফিকুর রহমান চৌধুরী, বিএমবিএফ সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল উদ্দিন, রেড ক্রিসেন্ট সিলেটের সচিব মফিজুল ইসলাম চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন বিএমবিএফের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার এবং মুখ্য আলোচকের বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টসের ডিজিএম জসিম উদ্দিন খোন্দকার।

বিএমবিএফ সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক এডভোকেট সুদীপ বৈদ্যের পরিচালনায় বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগীয় সহ-সভাপতি ডা. এম এ রকিব, সাংবাদিক এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, জাহাঙ্গীর আলম চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ ছালেক, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, তথ্য ও গেেবষণা সম্পাদক এম এম জি এ সহীন, জহির উদ্দিন, আশিকুর রহমান রব্বানী, মামুন চৌধুরী, শিরিন চৌধুরী, হুসনা চৌধুরী, ড. উত্তম কুমার ভৌমিক, হেনা বেগম, শাহেদা বেগম, সাদী মো. তারেক, আব্দুর রহিম তালুকদার, শাহ আলম প্রমুখ।

পরে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে বিশ^ শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোতাহির আলী।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১০ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031