» রেল ও হাসপাতালের অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধ করতে : বাম গণতান্ত্রিক জোট

প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০১৯ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলের ডাবল লাইন চালু-আধুনিকায়ন, ওসমানী হাসপাতালে পূর্নাঙ্গ কার্ডিয়াক সেন্টার চালু- পেয়িং বেড বাণিজ্য বন্ধ-অব্যবস্থাপনা দুর, নগরীর যানজট-বিশুদ্ধ পানির সংকট সমাধান-সকলের জন্য বাসযোগ্য নগরী গড়ে তোলাসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ মাসব্যাপী আন্দোলন কর্মসুচি ঘোষনা করা হয়।

সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক ও বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, ইউসিবিএল এর সম্পাদক এম. এ হাসিব, বাসদ (মার্কসবাদী) সদস্য মুখলেছুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি সঞ্জয় দাশ, ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সঞ্জয় শর্মা, ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সিলেট এর সংগঠক সিরাজ আহমদ।

উপস্থিত ছিলেন- বাসদ নেতা প্রণব জ্যেতি পাল, বাসদ (মার্কসবাদী) মহিতোষ দেব মলয়, এডভোকেট রণেন সরকার রনি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, রেলের অব্যবস্থাপনার কারণে দুর্ঘটনা বাড়ছে। দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে মানুষ মৃত্যুর মিছিল। এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার প্রধান কেন্দ্র ওসমানী হাসপাতাল নানা সমস্যায় জর্জরিত। পূর্নাঙ্গ কার্ডিয়াক সেন্টার নেই, রয়েছে পেয়িং বেডের নামে রমরমা চিকিৎসা বাণিজ্য।

বক্তারা বলেন, নগরীর অপরিকল্পিত উন্নয়ন আজ জনদুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে। সাথে রয়েছে যানজট বিশুদ্ধ পানির সংকট। সমাবেশ থেকে- রেলের ডবল লাইন চালু, আধুনিকায়ন ও সংখ্যা বৃদ্ধি, ওসমানী হাসপাতালে পূর্নাঙ্গ কার্ডিয়াক সেন্টার চালু, পেয়িং বেড বাণিজ্য বন্ধ সহ সকল উপজেলা হাসপাতালে আনুষাঙ্গিক সুযোগ সুবিধা বৃদ্ধি, নগরীর যানজট, বিশুদ্ধ পানির সংকট সমাধানসহ ৭দফা দাবিতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে পদযাত্রা, সমাবেশ, গনসংযোগ, মতবিনিময় সভা।

কর্মসুচির ধারাবহিকতায় আগামি ১৮ডিসেঃ দুপুর ১টায় সিটি পয়েন্ট- রেলস্টেশন পদযাত্রা পালিত হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১১ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930