শিরোনামঃ-

» নিরাপদ সবজি কর্ণার স্থাপনের লক্ষে মতবিনিময়

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০১৯ | বৃহস্পতিবার

সিলেটে অতি শীঘ্রই নিরাপদ সবজি কর্ণার চালু করা হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন

স্টাফ রিপোর্টারঃ

সিলেটে নিরাপদ সবজি কর্ণার স্থাপনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন।

এসময় তিনি বলেন- কৃষকদের উৎপাদিত নিরাপদ সবজির ন্যায্যমূল্য নিশ্চিতকরণ,নিরাপদ সবজি ভোক্তাদের নিকট পৌঁছানো এবং নিরাপদ সবজির বাজার সম্প্রসারণকল্পে সরকার দেশের প্রতিটি জেলা সদরে নিরাপদ সবজি কর্ণার স্থাপনের উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট দপ্তর, কৃষক, ব্যবসায়ী সহ সবার সমন্বয়ে অতি শীঘ্রই সিলেটে সবজি কর্ণার চালু করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) বিমল চন্দ্র সোম, কৃষি বিপনন অধিদপ্তর সিলেটের জেলা মার্কেটিং কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, সিলেট জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার উজ্জল শীল, কোতোয়ালী মডেল থানার এসি নির্মলেন্দু চক্রবর্তী, সিলেট সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মো. আবুল ফজল, সিলেট জেলা উৎপাদক সংগঠকের সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক মো. সৈয়দুর রহমান, আব্দুল্লাহপুর সি.আই.জি. (ফসল) সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও প্রডিউসার অর্গানাইজেশন সিলেটের সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র চন্দ, প্রডিউসার অর্গানাইজেশন সিলেটের সভাপতি মো. সিরাজুল ইসলাম, আব্দুল্লাহপুর সি.আই.জি. (ফসল) সমবায় সমিতির নির্বাহী সদস্য মো. তাজুল ইসলাম, আব্দুর রশিদ, শাহ খলিলুর রহমান প্রমুখ।

সভায় কৃষকরা তাদের উৎপাদিত নিরাপদ সবজি সরাসরি সবজি কর্ণারে বিক্রয়ের সুুযোগ দেয়া এবং দোকান বরাদ্দের জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২১ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031