শিরোনামঃ-

» আব্দুল গফুর স্কুল এন্ড কলেজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০১৯ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের নির্দেশনায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি এটিএমএ হাসান জেবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- অনৈতিক কাজ মানুষকে যতটা প্রলুব্দ করে তার পরিণতিও ততটা খারাপ ভয়ে আনে। লোভ-লালসার মোহে পড়ে মানুষ বুঝতে পারে না আর্থিক অনিয়মের পরিণাম কতটা ভয়াবহ। দুর্নীতি করে রাতারাতি বড় হয়ে যাওয়া মানুষগুলোর যখন পতন ঘটে তখন তারা বুঝতে পারে দুর্নীতির পরিণাম কি। তখন সমাজের কাছে তার গ্রহণযোগ্যতা কমে যায়। আর তার অপকর্মের ফল ভোগ করতে হয় পরিবারে সদস্যদের।

তিনি বলেন- দুর্নীতি এখন ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হলেও বিশেষ করে আর্থিক দুর্নীতির চিত্রটা ফুটে ওঠছে। অতীতে মানুষের মূল্যবোধ ভিন্ন ছিল বলে দুর্নীতি এতো হতো না। কিন্তু সময়ের বিবর্তনে মানুষের মূল্যবোধের পরিবর্তন হওয়ায় সমাজে দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। আইন করে দুর্নীতি বন্ধ করা যাবে না। সকলের মানসিকতা পরিবর্তন করতে পারলে সমাজ থেকে দুর্নীতি ওঠে যাবে।

স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক হেলাল উদ্দিন, মোহাম্মদ রুহুল আমীন ও প্রভাষক নুরে কামাল ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন- কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষক নাজমা আক্তার, সহকারি শিক্ষক পারভীন বেগম, মমতাজ বেগম, প্রভাষক নুরে কামাল ভূইয়া, আছমা বেগম, জেবুন্নেছা খাতুন, সাবরিনা সুলতানা, রুহেলা বেগম, হুমায়রা আহমেদ জুতি, সহকারি শিক্ষক মাহবুবা আক্তার, আব্দুল্লাহ আল মাহফুজসহ স্কুল এন্ড কলেজের সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিতর্ক ও রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930