শিরোনামঃ-

» ওসমানীনগরে পূঁজা উদযাপন পরিষদের সভা; সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করার দাবি

প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০১৯ | শনিবার

ওসমানীনগর প্রতিনিধিঃ

সিলেটের ওসমানীনগরে উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তাজপুর হরিপুর (কাশি পাড়া) শিব মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডা. নিরঞ্জন সূত্রধর।

উপজেলা শাখার যুগ্ন-সম্পাদক চন্দ্র শেখর দে (চয়ন) এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- ওসমানীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার দেব।

বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা পূঁজা উদযাপন পরিষদের সদস্য প্রতাব তালুকদার, ওসমানীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চয়ন পাল।

সভায় বক্তারা আসন্ন দূর্গা পূঁজায় শন্তিপূর্নভাবে পালনের জন্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোর ছুটি বর্ধিত করার দাবি সহ বিভিন্ন পাবলিক পরিক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি জানান।

এছাড়া পূঁজা চলাকালিন সময়ে রংপুরের উপ-নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

উপজেলায় শান্তিপূর্নভাবে পূঁজা পালনে ও বিশৃংখল পরিবেশ এড়াতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রদীপ পুরকায়স্থ, রতিশ সূত্রধর, গোপাল দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের অর্থ সম্পাদক কাঞ্চন দেব, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল, পূঁজা পরিষদ নেতা প্রানেশ দাশ, তরুন দেব, পান্না লাল দেব, বিশ্বজিৎ সোম সজল, সুজিত দেব, সুমন দত্ত, রিপন নাগ, নান্টু দেব, উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহ্নি, ছাত্র যুব ঐক্য পরিষদ নেতা লিটন দেব, রবিন দেব পিংকু, নয়ন দেব।

দয়ামীর শ্রী শ্রী চৈতালী সংঘ পূঁজা মন্ডপের সাধারণ সম্পাদক সজল পুরকায়স্থ, ছাত্র যুব ঐক্য পরিষদ পূজাঁ মন্ডপের সাধারণ সম্পাদক সবুজ দাস, নিজ কুরুয়া সার্বজনিন পূঁজা মন্ডপের সভাপতি তরনী বিশ্বাস, জয় দূগা পূঁজা মন্ডপের সাধারণ সম্পাদক ডা. রঞ্জিত চৌধুরী, উসমানপুর রঘু পুর সার্বজনিন পূঁজা মন্ডপের সাধারণ সম্পাদক লিটন দাস, মুমিনপুর সার্বজর্নিন পূঁজা মন্ডপের সম্পাদক নিপেন্দ্র মালাকার, বুরুঙ্গা সার্বজনিনন পূঁজা মন্ডপের সম্পাদক অজয় চক্রবর্তী, তাজপুর হরিপুর শিববাড়ি পূঁজা মন্ডপের সভাপতি সুনিল দত্ত, উমরপুর সার্বজনিন পূঁজা মন্ডপের পক্ষে প্রদীপ পুরকায়স্থ, পশ্চিম পৈলনপুর গীতা সংঘ সার্বজনিন পূজাঁ মন্ডপের সভাপতি রনজিৎ সূত্র ধর, সাদীপুর গীতা সংঘ সার্বজনিন পূঁজা মন্ডপের সভাপতি নিরঞ্জন সূত্র ধর, ময়ামায়া সার্বজনিন পূজাঁ মন্ডপের সম্পাদক মনোজ দাস, উমরপুর কালীবাড়ি পুঁজা মন্ডপের সম্পাদক অনন্ত চক্রবর্তী, তাজপুর কালাসারা ব্যক্তিগত পূঁজা মন্ডপের পক্ষে নান্টু দেব।

উক্ত সভায় উপজেলার অন্যান্য পূঁজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কান্তি দের রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা ও সংগঠনের সাধারণ সম্পাদক ডি কে জয়ন্তের মাতা স্বগীয় উষা রানী দেব, যুগ্ন-সম্পাদক চয়ন দে‘র পিতা স্বগীয় নিরেন্দ্র কুমার দে, সাংগঠনিক সম্পাদক শশাঙ্ক পালের পিতা স্বর্গীয় সুশেন্দ্র পাল ও সংগঠনের সহ-সভাপতি প্রদীপ পুরকায়েস্থের পিশাতো ভ্রাতা স্বর্গীয় নিলমনি দে‘র ও রতিশ সূত্র ধরের ভ্রাতা রবিন্দ্র সূত্র ধরের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৫ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031