শিরোনামঃ-

» সিলেট ব্যবসায়ী পরিষদ’র বিভিন্ন সংগঠনের সাথে নির্বাচনী মতবিনিময়

প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০১৯ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আসন্ন নির্বাচনকে সামনে রেখে ’সিলেট ব্যবসায়ী পরিষদ’র নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ মটরপার্টস টায়ার টিউব ব্যবসায়ী সমিতি সিলেট সার্কেল ও সিলেট সিটি কর্পোরেশনের টিকাদাদের সাথে মতবিনিয় অনুষ্ঠিত হয়েছে।

পৃথক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, চেম্বারকে শক্তিশালী ও ব্যবসায়ীদের উন্নয়নে তরুন ও প্রবীনদের সম্বনয়ে গঠিত যোগ্য ও দক্ষ প্যানেল ‘সিলেট ব্যবসায়ী পরিষদ’। তরুণা তাদের যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আগামী দিনে চেম্বারকে আরো গতিশীল করবে। বর্তমান প্রতিযোগিতামুলক বিশ্বে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি ও ব্যবসায়ীদের স্বার্থে তরুণদের সম্বনয়ে গঠিত পূর্ণ প্যানেলকে বিজয়ী করা আমাদের দায়িত্ব। সবার সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমে ফূল প্যানেলকে বিজয়ী করা সম্ভব।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, পর্যটন, শিল্প ও আইটি খাতের বিকাশ, ব্যবসায়ীদের ভ্যাট ও ট্যাক্স সহ যাবতী দাবী দাওয়া আদায়ে চেম্বারকে শক্তিশালী করা। মামলা মুক্ত চেম্বার গঠন করতে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান বক্তারা।

পৃথক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মটরপার্টস টায়ার টিউব ব্যবসায়ী সমিতি সিলেট সার্কেল’র সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সহ-সভাপতি আবুল হোসেন, কয়েছ আহমদ চৌধুরী, হাজী নেছার আহমেদ, শামীম হোসেন চৌধুরী, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন, সয়েফ আহমদ চৌধুরী, শওকত আলী চৌধুরী, রুহেল আলম, মো. আনোয়ার হোসেন আনু, মো. ছাদেক লিপন, শামছুল ইসলাম, নাছির উদ্দীন, কামিল আহমেদ, শিতল ঘোষ, বাচ্চু মিয়া ও সিলেট সিটি কর্পোরেশনের ঠিকাদার কবীর দে, রাখাল দে, এহতেশামুল হকে চৌধুরী, মো. মঈনুল ইসলাম, আব্দুর রব সায়েম, মো. মোশাহিদ আলী, আক্তার চৌধুরী রুয়েল, শিহাব আহমদ, অমিত দে প্রমুখ।

প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- ‘সিলেট ব্যবসায়ী পরিষদ’ প্যানেল অর্ডিনারী প্রার্থী -এহতেশামুল হক চৌধুরী, মো. সাহিদুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মুশফিক জায়গীরদার, মো: আব্দুর রহমান জামিল, খন্দকার ইসরার আহমেদ রকী, মো. শফিকুল ইসলাম, শান্ত দেব, মো. আব্দুস সামাদ, খলিলুর রহমান চৌধুরী, ফখর উছ সালেহীন নাহিয়ান, আলীমুল এহছান চৌধুরী। এসোসিয়েট শ্রেণী-ইলিয়াছ উদ্দিন লিপু, মো: আব্দুল কালাম, কাজী মো. মোস্তাফিজুর রহমান, মনোরঞ্জন চক্রবর্তী সবুজ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৫ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031