শিরোনামঃ-

» বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেটে শিক্ষকদের সাথে সেক্টর কমান্ডারের মতবিনিময় সভা

প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০১৯ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেটের শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল এ এম এম খায়রুল কবীর পি এসসি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে প্রতিষ্ঠানের কুশিয়ারা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষকদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল এ এম এম খায়রুল কবীর,পিএসসি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করে বলেন এ লক্ষ বাস্তবায়নে শিক্ষকদেরকে ছাত্র ছাত্রীদের প্রতি আরো বেশি যত্নবান ও দায়িত্বশীল হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানের সুনাম এবং শৃঙ্খলা আরো বৃদ্ধি করতে হবে। বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি সকল মহলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।

গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অধিনায়ক, ৪৮ বিজিবি ও পরিচালনা পর্ষদের কো-চেয়ারম্যান, লে.কর্নেল আহমেদ ইউসুফ জামিল,পিএসসি এবং জিএসও-২,বিজিবি সিলেট সেক্টর মেজর মো. মেসবাহ উদ্দিন রাসেল।

উক্ত সভায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ উইং-এর প্রায় ৭৬ জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন।

স্বাগত বক্তব্য রাখেন- প্রতিষ্ঠান প্রধান মো. ফয়জুল হক।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930