শিরোনামঃ-

» প্রশাসনের আশ্বাসে পূর্বঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০১৯ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৫ দফা দাবি সমাধানের লক্ষ্যে পূর্বঘোষিত অনর্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছে সংগঠনটি।

এ উপলক্ষ্যে রবিবার (১লা সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও ডিআইজি কামরুল আহসানের সাথে দক্ষিণ সুরমার আলমপুরস্থ বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন আলোচনা হয়। শ্রমিকদের কল্যাণের কথা বিবেচনা করে একটি সুষ্ঠু সমাধানের জন্য সুনামগঞ্জ-সিলেট রোডে বিআরটিসি এর নির্দিষ্ট ৪টি বাস চলাচলের সিদ্ধান্ত হয়। পর্যায়ক্রমে সব কটি দাবি বাস্তবায়ন হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত মোতাবেক আপাতত কোন ধর্মঘটে যাচ্ছেন না সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, অতিরিক্ত ডিজাইজি জয়দেব কুমার ভদ্র, সিলেট বিআরটিসি ডিপো ম্যানেজার জুলফিকার আলী, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আবুল কালাম, আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা সেলিম আহমদ ফলিক, সদস্য সচিব মো. সজিব আলী, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবির পলাশ, সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন বাস-মিনিবাস কোচ ১১৮১ এর সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান চৌধুরী, সিলেট-সুনামগঞ্জ-ছাতক বাদাঘাট মাইক্রো ও মিনিবাস মালিক গ্রুপের চেয়ারম্যান হাজী খলিলুর রহমান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিবাস মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন জমসেদ, সিলেট মোটর মালিক গ্রুপ চেয়ারম্যান আব্দুল রহিম, সুনামগঞ্জ জেলা পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মো. মোজাম্মেল হক, মো. মুর্শেদ আলম, সহ-সভাপতি জিতু মিয়া, সেজাউল করিম, বুরহান উদ্দিন, রকিব উদ্দিন, শাহ জামাল, হাজী মঈনুল ইসলাম, শামসুল হক মানিক, সোনাফর আলী লাকি, আব্দুল মালিক সেকু, মতচ্ছির আলী, মো. আজাদ মিয়া, ইকবাল আহমদ, ইনছান আলী, মামুনুর রশীদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930