শিরোনামঃ-

» আগামীর প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়তে হবে : আসাদ উদ্দিন আহমদ

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০১৯ | বুধবার

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেছেন- নতুন প্রজন্ম যেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করে, বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা করে। এর মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি এবং যতো মানুষ বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের সবার প্রতি ঋণ স্বীকার করা সম্ভব হবে।

তিনি সোমবার (২৬ আগস্ট) রাতে সিলেট মহানগর ছাত্রলীগ শাহজালাল ব্লক ১৯নং ওয়ার্ড শাখার আয়োজনে ও সিলেট ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলোয়ার হোসেন রাজার সভাপতিত্বে এবং সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাপ্পীর উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সম্পর্কে অধিকতর জানতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এমনটি বলেছেন।

আসাদ উদ্দিন আরো বলেন- ১৯৭১ সালে সবাই বঙ্গবন্ধুর কাছ থেকে অনুপ্রেরণা লাভ করেছিল।

আগামী দিনেও তাঁর কর্মময় জীবন ও আদর্শ থেকে মানুষ প্রেরণা লাভ করবে। আজকের দিনে বঙ্গবন্ধুকে জানার প্রয়োজন আছে।

বিশেষ করে নতুন প্রজন্মের বঙ্গবন্ধুকে জানা খুব বেশি প্রয়োজন। কেননা এত বেশি ইতিহাস বিকৃত হয়েছে যে, বঙ্গবন্ধু কী অর্জন করেছিলেন, তিনি কী ছিলেন, এটি অনেক সময় আড়ালে চলে গেছে। তাই বঙ্গবন্ধু সম্পর্কে জানা অতিব গুরুত্বপূর্ণ।

সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আফছার আহমেদ ও ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ নাঈমূল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পুতুল, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, কার্যনির্বাহী সদস্য এড্যাভোকেট মো. জুনেল আহমদ, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, সিলেট মহানগর তাঁতীলীগের আহব্বায়ক নোমান আহমদ, ১৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রব সায়েম, সিলেট সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর শওকত আমিন তৌহিদ।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ও যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী, ১৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আল আমিন উল্লা রাসেল ও সাধারণ সম্পাদক তারেক আহমদ চৌধুরী, যুবলীগ নেতা কলিন্স সিংহ, ইশতিয়াক চৌধুরী পিন্টু, নুরুল ইসলাম সোহেল, বাংলাদেশ ছাত্রলীগ সাবেক কেন্দ্রীয় সদস্য সাজার আহমদ, শাহ আলম শাওন, জিয়াউল হক জিয়া, নুর উদ্দিন আহমদ, সোহেল আহমদ, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফয়েজুর রহমান ফয়েজ, হোসাইন মো. সাগর, নুরুল ইসলাম রাজু, জামিল আহমদ, লোকমান আহমদ, শাফক্কাত হাসান, মুশফিক রুমু, মিফতাউর রহমান রাকিন, এ কে এম বাছিত তুহিন, আবিদুর রহমান তপু, সৈয়দ হাসান শাহরিয়ার রফি, শাবলু আহমদ, নাসিফ শামস তিয়াস, শাহাদাত হোসেন সৈকত, ফাহিম আহমদ, জনি সিনহা, ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম সৌমিক, সহ- সভাপতি মো. মকবুল হোসাইন, আবির আল আজাদ মুন্না, মিথুন রায় চৌধুরী, নাবিল হোসাইন চৌধুরী, জাবের আহমদ, মামুন চৌধুরী, জামেল খান, নব কিশোর তালুকদার, তারেক আহমদ তপু, সামাদ আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930