» নভেম্বরে বার কাউন্সিল এমসিকিউ পরিক্ষা অনুষ্ঠিত হবে

প্রকাশিত: ২৭. আগস্ট. ২০১৯ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ স্পেশাল ডেস্কঃ

আগামী নভেম্বর মাসে বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরিক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত এ-সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সর্বশেষ ২০১৭ সালের ২১ জুলাই আইনজীবী অন্তর্ভুক্তির প্রথম ধাপ নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরিক্ষা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ সহ কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

এতে আগামী পরিক্ষার বিষয়ে আলোচনা হয়েছে।

জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিককে বলেন, সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে ফর্ম পূরণ করতে হবে। আর এমসিকিউ পরিক্ষা হতে পারে নভেম্বরের যেকোন একদিন। গতবারের এমসিকিউ পরিক্ষায় উত্তীর্ণরা এবার সরাসরি লিখিত পরিক্ষায় অংশ নিতে পারবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ বার কাউন্সিল সূত্র জানায়, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে পরিক্ষার্থীদের ফর্ম পূরণ শেষ করতে হবে। পরিক্ষা হতে পারে ১৫, ২২ অথবা ২৯ নভেম্বর। পরিক্ষার হল পাওয়ার ওপর নির্ভর করে এই তিন দিনের যেকোন একদিন পরিক্ষা নেওয়া হবে।

প্রসঙ্গত, গতবারের এমসিকিউ পরিক্ষায় অংশ নিয়েছিলেন ৩৪ হাজার ৩৮৯ জন। এতে উত্তীর্ণ ১১ হাজার ৮৪৬ জন একই বছরের ১৪ অক্টোবর লিখিত পরিক্ষা দেন। এতে টিকেন ৮ হাজার ১৩০ জন। ২০১৮ সালের ২৩ ডিসেম্বর মৌখিক পরিক্ষায় অংশ নিয়ে তাদের মধ্যে ৭ হাজার ৭৩২ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হন।

এবারের পরিক্ষার্থীর সংখ্যা ৫০ হাজারের বেশি হবে ধারণা করা হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930