শিরোনামঃ-

» ‘মাদার অব হিউম্যানিটি’ সমাজ কল্যাণ পদক সিলেটে তেমন সাড়া নেই; কর্তৃপক্ষের তাড়া নেই

প্রকাশিত: ২৬. আগস্ট. ২০১৯ | সোমবার

নিজস্ব রিপোর্টারঃ

সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ব্যক্তি এবং সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানেকে উৎসাহিত করতে সরকার ‘মাদার অব হিউম্যানিটি’ পদক’ প্রবর্তন করেছেন। সমাজকল্যাণ মন্ত্রনালয়ের ‘মাদার অব হিউম্যানিটি’ সমাজ কল্যাণ পদক’ নীতিমালা-২০১৮ অনুযায়ি ২০১৯-২০২০ সালের জন্য প্রথম বারের মত ‘মাদার অব হিউম্যানিটি’ সমাজ কল্যাণ’ পদক প্রদানের জন্য গত ৫ জুলাই মনোনয়ন আহ্বান করা হয়েছে। নীতিমালা অনুযায়ি জেলা কমিটিতে আবেদনের শেষ দিন ৩১ জুলাই। জেলা কমিটি কর্তৃক মনোনয়ন চূড়ান্তকরণ ১৭ আগস্ট। জেলা কমিটি কর্তৃক মন্ত্রনালয়ে মনোনয়ন সুপারিশ প্রেরণ ৩১ আগস্ট। জাতীয় কমিটি কর্তৃক মনোনয়ন চূড়ান্তকরণ ১৫ অক্টোবর। জাতীয় কমিটি কর্তৃক চূড়ান্ত মনোনয়ন মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ ৩১ অক্টোবর। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মনোনয়ন অনুমোদনক্রমে পদক ঘোষণা ২ জানুয়ারি।

সে অনুযায়ি বিভাগীয় শহর সিলেট জেলায় ব্যক্তি পর্যায়ে মাত্র একজন আবেদন করেছেন। তিনি হচ্ছেন জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের শিক্ষক মো. আব্দুল মালিক। তাঁর স্থায়ী ঠিকানা: গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বহর গ্রাম।

নিয়মানুযায়ী জেলা কমিটি সকল কার্যাদি সম্পন্ন করে ৩১ আগস্ট এর মধ্যে প্রতিটি পুরস্কারের বিপরীতে সর্বোচ্চ ২টি করে মোট ১০টি নাম সুপারিশ সহ প্রস্তাব জাতীয় কমিটির নিকট প্রেরণ করবেন। জেলা কমিটি থেকে আবেদন প্রেরণের আর মাত্র ৫ দিন বাকী।

তন্মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। সে হিসেবে কার্য দিবস বাকী আছে মাত্র ৩টি। খোঁজ নিয়ে জানা গেছে সিলেট জেলা কমিটি এখানো গঠিত হয়নি। নীতিমালা অনুযায়ি জেলা কমিটি গঠিত হবে নিম্নরুপ-

সভাপতি, জেলা প্রশাসক, সিভিল সার্জন, সদস্য, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ, সদস্য, জেলা শিক্ষা অফিসার, সদস্য, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-সদস্য, জেলা তথ্য অফিসার, সদস্য, সরকারী কলেজের অধ্যক্ষ, (জেলা প্রশাসক কর্তৃক মনোনীত) সদস্য, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি, (রাজনীতি সংশ্লিষ্ট, জেলা প্রশাসক কর্তৃক মনোনীত) সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি (সমাজ সেবা সংশ্লিষ্ট, জেলা প্রশাসক কর্তৃক মনোনীত) সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, (জনসেবায় বিখ্যাত ও নিবেদিত, জেলা প্রশাসক কর্তৃক মনোনীত) সদস্য, প্রেসক্লাবের সভাপতি/সম্পাদক-সদস্য, সভাপতি চেম্বার অব কমার্স, সদস্য, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়-সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সিলেটে যারা এই পদক পাবেন তাদের মধ্যে সাড়া নেই, কর্তৃপক্ষ যারা এই পদক দিবেন তাদের মধ্যে কোন প্রকার তাড়া নেই।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930