শিরোনামঃ-

» ইনসাফ ভিলেজ ডেভলাপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির নৌভ্রমণ ও ঈদ পূর্ণমিলনী

প্রকাশিত: ১৬. আগস্ট. ২০১৯ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর এর সভাপতি রোটারিয়ান এম. ইকবাল হোসেন বলেছেন, যুব সমাজের উন্নয়নে ইনসাফ ভিলেজ ডেভলাপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি কাজ করে যাচ্ছে। সমাজের অবহেলিত মানুষের জীবনমান এগিয়ে নিতে ইনসাফ অগ্রণী ভূমিকা রাখছে।

তিনি বলেন, ঈদ পূণর্মিলনী ও নৌভ্রমণ সোসাইটির নেতৃবৃন্দের বন্ধন আরো দৃঢ় করবে। তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইনসাফ ভিলেজ ডেভলাপমেন্ট ফর ইয়ুথ সোসাইটিকে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ইনসাফ ভিলেজ ডেভলাপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির উদ্যোগে রাতারগুলে নৌভ্রমণ শেষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সোসাইটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শায়েল আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ধোপাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন, গোল্ডেন ড্রিম ওমেন ওর্গেনাইজেশন ইন ইউকে এর প্রধান নির্বাহী শেখ তোফায়েল আহমেদ শেপুল, যুবনেতা নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সোসাইটির সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, যুগ্ম-সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, যুব সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সদস্য হাবিবুর রহমান, রেহান আহমেদ কামরান, সালাউদ্দিন, লেবুল হোসেন, লোকমান হোসেন, পাবেল আহমেদ, এমরান হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন- হাফিজ হেলাল আহমেদ রাজু।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৬ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031