» সিলেট মহানগর বিএনপির আলোচনা সভা

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০১৯ | শনিবার

কার্যকর আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত করতে হবে : নাসিম হোসাইন

স্টাফ রিপোর্টারঃ

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার গণতন্ত্রের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলার রায়ে ফরমায়েসী সাজা দিয়ে ক্ষান্ত হয়নি। তাঁর মুক্তি নিয়ে টালবাহানা শুরু করেছে। বাকশালী সরকারের কারাগার থেকে তিন বারের সফল প্রধানমন্ত্রীকে মুক্ত করতে আন্দোলনের কোন বিকল্প নেই। তাই দেশব্যাপী কার্যকর আন্দোলন গড়ে তুলতে বিএনপির সকল স্তরের অঙ্গ ও সহযোগি সংগঠনের কার্যক্রম গতিশীল করতে হবে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মহানগর বিএনপির আওতাধীন সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল ইউনিট গঠনে বিএনপির স্থানীয় দায়িত্বশীলদের পরামর্শ গ্রহনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে স্ব স্ব অবস্থান থেকে সচেতনতামুলক কর্মসুচী বাস্থবায়ন করতে হবে।

তিনি শুক্রবার (২ আগষ্ট) বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সিলেট মহানগর বিএনপি আয়োজিত সাংগঠনিক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় নগরীর জিন্দাবাজার তাতীপাড়াস্থ নগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং মহানগর আওতাধীন সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মহানগর বিএনপির সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ এর পিতার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়। এছাড়া সবাই সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের কার্যক্রম গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সালেহ আহমদ খসরু, কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, আব্দুস সাত্তার, জিয়াউল হক, আব্দুর রহিম, ডা: নাজমুল ইসলাম, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, আব্দুল ফাত্তাহ বকশী, যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট আতিকুর রহমান সাবু, আব্দুল আজিজ, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কাউন্সিলার সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী, মুকুল আহমদ মুর্শেদ ও মাহবুব চৌধুরী, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন শামীম মজমুদার, লল্লিক আহমদ চৌধুরী, আফজাল উদ্দিন, জাকির হোসেন মজুমদার, মুফতী নেহাল উদ্দিন, এডভোকেট মুমিনুল ইসলাম, আমিনুর রশীদ খোকন, নাসিম আহমদ চৌধুরী, আব্দুল মান্নান পুতুল, আব্দুল জব্বার তুতু, লোকমান আহমদ, আবুল কালাম, উজ্জল রঞ্জন চন্দ, জাবেদুল ইসলাম দিদার, জিয়াউর রহমান দিপন, সোহেল মাহমুদ, মোতাহির আলী, কয়েস আহমদ সাগর, মুফতী রায়হান উদ্দিন মুন্না, সাহেল আহমদ নয়ন, আলী হায়দার মজনু, আব্দুস সোবহান, আব্দুর রহিম মল্লিক, শামীম আহমদ চৌধুরী, মনিরুল ইসলাম, ইউনুস মিয়া, আবু সাইদ মোহাম্মদ তায়েফ, এম মখলিছ খান, আসাদুল হক আসাদ, রফিকুল ইসলাম, ময়নুল হক স্বাধীন, দেলোয়ার হোসেন চৌধুরী, আক্তার রশীদ চৌধুরী, দিলোয়ার হোসেন রানা, শফিকুর রহমান টুটুল, লুৎফুর রহমান চৌধুরী, হোসাইন আহমদ, তারেক আহমদ খান, আলতাফ হোসাইন টিটু, শামীম আহমদ চৌধুরী, ছাব্বির আহমদ, মাহবুব আহমদ চৌধুরী, মঞ্জুর আহমদ চৌধুরী লিটন, খোকন ইসলাম, নুরুল ইসলাম লিমন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজী, সাংগঠনিক রীনা আক্তার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সহ-সভাপতি আব্দুল হাসিব প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৮ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930