শিরোনামঃ-

» কানাইঘাটে ৪র্থ বারের মতো হতদরিদ্র ২০ দম্পত্তির মাঝে যৌতুকবিহীন গণবিবাহ সম্পন্ন

প্রকাশিত: ০৬. জুলাই. ২০১৯ | শনিবার

কানাইঘাট প্রতিনিধিঃ

‘ইসলাহুল মুসলিমিন পরিষদ’ বাংলাদেশের উদ্যোগে সিলেটের কানাইঘাটে ৪র্থ বারের মতো হতদরিদ্র ২০ জোড়া দম্পত্তির যৌতুক বিহীন গণবিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলিম-উলামাদের উৎসব মুখর উপস্থিতিতে এ যৌতুক বিহীন গণবিবাহ অনুষ্ঠান শনিবার (৬ জুলাই) দুপুর ১২টায় কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলীর নিজ বাড়ি রাউতগ্রাম মাদানীনগরে অনুষ্ঠিত হয়।

ইসলাহুল মুসিলিমিনের পক্ষ থেকে যৌতুকবিহীন এ গণবিবাহ অনুষ্ঠানে দরিদ্র পরিবারের ২০ জোড়া নবদম্পত্তি’র প্রত্যেককে তাদের ভরণ পোষনের জন্য ১টি সেলাই মেশিন, ১টি ছাগল এবং সংসার সাজানোর বিবাহ উপহার সামগ্রী এবং আর্থিকভাবে সাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়।

নব দম্পত্তিদের পরিবার ও তাদের স্বজনরা যৌতুকবিহীন বিয়ের আয়োজন ও সংসার সাজানোর জিনিসপত্র পেয়ে আনন্দে অনেকে কেঁদে ফেলেন।

গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত সবাই এ ধরনের মহতি উদ্যোগ গ্রহণ করায় ইসলাহুল মুসলিমিনের চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দিন মাসুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যারা দরিদ্রতার কারনে কারণে অর্থের অভাবে তাদের ছেলে-মেয়েদের বিয়ে দিতে পারছেন না সমাজ হৈতষী ব্যক্তিবর্গকে এধরনের মহতি উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইনের তত্বাবধানে অনুষ্ঠিত বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে যৌতুক বিহীন বিয়েকে সাধুবাদ জানিয়ে বর ও কনে পক্ষের স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, শাবিপ্রবি কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান ডালিম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট নিউজ ডটকম ও কেটিভি’র সম্পাদক মাহবুবুর রশিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুন নূর, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা হাজী বাবুল আহমদ, আব্দুর রশিদ, বিএনপি নেতা আলতাফ হোসেন বিলাল, বড়চতুল ইউনিয়ন যুবলীগের আহবয়ক রুবেল আহমদ, ইসলাহুল মুসলিমিনের প্রোগ্রাম সহকারী মাওলানা দিদারুল আলম তারেক, মাওলানা বদরুল আলম, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা নুরুল ইসলাম সহ এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সূধীজন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪২ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031