শিরোনামঃ-

» প্রাথমিক শিক্ষা মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ

প্রকাশিত: ১৮. জুন. ২০১৯ | মঙ্গলবার

“মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা”

স্টাফ রিপোর্টারঃ সিলেট শহরতলীর সদর উপজেলাস্থ সফিক-রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে ও “মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা” এ স্লোগানকে সামনে রেখেশিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সেভরনের অর্থায়নের শিপ্রন প্রকল্প সেভ দ্যা সিলড্রেন, আরডিআরএস এর সহযোগীতায় মঙ্গলবার (১৮ জুন) বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

সফিক-রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আতাউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক এ. কে. এম সাফায়েত আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সেভরণ বাংলাদেশ ম্যানেজার কমিউনিটি এঙ্গেজমেন্ট জুলফিকার আহমদ চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজিদ খান, সিলেট সদর উপজেলা শিক্ষা অফিসার নাহিদ পারভীন সেভ দ্যা সিলড্রেন প্রজেক্ট ম্যানেজার তাহমিনা খান মজলিস, আরডিআরএস বাংলাদেশ প্রকল্প সমন্বয়কারী আব্দুল মান্নান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুভাষ চক্রবর্তী।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- রইছ আলী, মো. আব্দুল মালেক, মো. শরিফ আহমদ, মো. শরিফ আল-মামুন, জমসেদ মিয়া, মকবুল মিয়া, আহমদ আলী, আব্দুর রহমান, শাহান আহমদসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত পাট করেন শিক্ষক মো. আব্দুল বাসিত।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৬ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031