শিরোনামঃ-

» সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মাণে এগিয়ে আসা সকলের নৈতিক দায়িত্ব

প্রকাশিত: ২৪. মে. ২০১৯ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাসা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান বলেছেন, পবিত্র রমজান মাস সম্প্রীতি, ভালবাসা, মমত্ববোধ, ভ্রাতৃত্ববোধ ও মানবতাবোধের শিক্ষা দেয়। মানুষকে ভালবাসা হলো ইসলামের দাবি।

ইসলাম মানুষকে ভালবাসার শিক্ষা দিয়েছে। ইসলাম মানবতার ধর্ম। যার মধ্যে মানবতাবোধ নেই সে প্রকৃত মুসলমান হতে পারে না।

সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ না থাকার কারণে আজ সমাজ ও রাষ্ট্রে অশান্তি। তাই দল মত নির্বিশেষে সকলের নৈতিক দায়িত্ব হচ্ছে পবিত্র রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসা।

অধ্যক্ষ মাসউদ খান বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় ইউনাইটেড কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন।

মহানগর খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- দলের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, মুহাম্মদ নজরুল ইসলাম ও জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুশাহিদ আলী।

মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক কেএম আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মুহাম্মদ আরিফুল হক, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আসাদ উদ্দিন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রকীব, জময়িতে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসান মাহবুব জুবায়ের, মহানগর খেলাফত মজলিসের উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা আব্দুশ শাকুর, মহানগর লেবার পার্টির সভাপতি মাহবুবুর রহমান খালেদ, মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা রওনক আহমদ, মাওলানা আজমত উল্লাহ কাসেমী, মাওলানা শাহ আশিকুর রহমান, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সেক্রেটারী আজমল বখত সাদেক, দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা ইসলামী ঐক্য জোটের সভাপতি মাওলানা আব্দুল করিম হাক্কানী, জেলা ফেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, অধ্যাপক ফজর আলী, মহানগর সহ-সাধারণ সম্পাদক ডা. ফয়জুল হক, প্রিন্সিপাল আহমদ সাইফুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাহির চৌধুরী, পাঠাগার সম্পাদক মুহাম্মদ আব্দুশ শহীদ, প্রচার সম্পাদক মাওলানা ওলীউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক তৌফিকুল ইসলাম সাবির, ছাত্র মজলিস মহানগর সভাপতি আফজাল হুসেন কামিল, পশ্চিম জেলা সভাপতি জাকির হুসেন সাঈদ, মাওলানা রুহুল আমীন, নুরুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, মাসুদ আহমদ, মাওলানা মাশুক আহমদ, খান কামরুজ্জামান, বিমান বন্দর থানা সভাপতি মুহাম্মদ জুবায়ের আহমদ, নির্বাহী সদস্য মাওলানা শামছুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, তাওহিদুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৯ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031