শিরোনামঃ-

» ক্যামিক্যাল গোডাউন অপসারনের দাবিতে কাষ্টঘর সচেতন এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ১৬. মে. ২০১৯ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ নগরীর কাষ্টঘর এলাকায় বুধবার (১৫ মে) বিকাল ৩টায় সচেতন এলাকাবাসী উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন- নগরীর প্রানকেন্দ্রে কাষ্টঘর এলাকার নিউ মার্কেট, আল খাজা মার্কেট, গাজী বোরহানউদ্দিন মার্কেট, নূর কালার ব্যাংক, মহানগর ট্রেডার্স যততত্র এই সব মালিকপক্ষ অতি লোভের আশায় আবাসনের মাঝখানে ক্যামিকেল গোডাউন গড়ে তুলেছেন।

এতে কয়েকবার আগুন লাগলেও তারা ঢালাওভাবে আরও গোডাউন গড়ে তুলছেন। পাশাপাশি ভাড়াটিয়াদের বিভিন্ন সময় ভয়ভীতির মাধ্যমে বাড়ী ভাড়া আইন অমান্য করে ভাড়া আদায় করছেন।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শুভ্রাংশু চক্রবত্তী টিটুর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম, কাউন্সিলর, শাহানা আক্তার শানু, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর সাবেক দিবা রানী দে বাবলী, জামান চৌধুরী, চেয়্যারম্যান, মানবাধিকার কমিশন, সিলেট অঞ্চল, কানু পাল,ভাইস চেয়্যারম্যান, মানবাধিকার কমিশন,সিলেট অঞ্চল,বিনয় দে বাবুল,বিশিষ্ট ব্যবসায়ী,সুমন দত্ত,রনি চৌধুরী,মাছুম মিয়া,শাহদত হোসেন সহ এলাকার গুনীজন ও ব্যবসায়ী সহ সর্বস্তরের আপামর জনগন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930