শিরোনামঃ-

» ফেঞ্চুগঞ্জে নিরাপত্তাহীন একাধিক পরিবার

প্রকাশিত: ০৭. ফেব্রুয়ারি. ২০১৯ | বৃহস্পতিবার

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ

 নিজ বাড়িতে নিরাপত্তাহীন, নির্যাতন আর প্রাণনাশের হুমকির মুখে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় একাধিক নিরীহ পরিবার। স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতার হুমকিতে প্রাণনাশের আশঙ্কায় ও পুলিশের মিথ্যা মামলার ভয়ে আতঙ্কিত আছেন এসব পরিবারের সদস্যরা। বিগত কয়েক বছর যাবত এসব পরিবারের সদস্যরা নির্যাতিত ও নিরাপত্তাহীনতায় আছেন বলে অভিযোগ রয়েছে। অনেকে মামলার ভয়ে বাড়ি থেকে পলাতক আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম.জে আহমদ জাবেদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার, বিএনপি নেতা এনায়েত হোসেন রুহেল, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহাজান রেজা ও তাঁর আপন বড়ভাই যুবদল নেতা আব্দুস সালাম জুয়েল সহ এসব পরিবার বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার ও নিরাপত্তাহীন অবস্থায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তাদের পরিবারের সদস্যদের অভিযোগ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তাদের উপর মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে এবং গভীর রাতে বাড়িতে গিয়ে পুলিশি হয়রানি করা হয়েছে। এ ঘটনায় নজরুল নামে একজন আহত হয়েছেন। এসব হয়রানির পর থেকে অনেকে দেশের বাহিরে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এমজে আহমদ জাবেদ বলেন, জাতীয় নির্বাচনের ঠিক ৪দিন পূর্বে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর স্থানীয় এমপির নির্দেশে ছাত্রলীগ নেতারা সম্পুর্ন সাজানো ভাবে স্থানীয় একটি বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিথ্যা ও বানোয়াটভাবে বিএনপি জামায়াতের ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে । এই মামলায়ও আমাকে আসামি করা হয়। স্থানীয় এমপির প্রভাবে আমি ও আমার পরিবার এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে মুঠোফোনে যুক্তরাষ্ট্র থেকে আব্দুস সালাম জুয়েল বলেন, আমার পরিবারের সদস্যরা নির্যাতিত ও নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। দীর্ঘ কয়েকবছর ধরে আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এসবের ভয়ে ছোটভাই শাহজাহান রেজা ঘর ছেড়ে পলাতক, তাঁর ছেলে সামিওন রেজা নিরাপত্তার অভাবে প্রবাসে আছে, আমিও রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছি। আরেক ভুক্তভোগী এনায়েত হোসেন রুহেল বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী এমপির নির্যাতনে আমরা অতিষ্ঠ ফেঞ্চুগঞ্জ কয়েকটি বিএনপি পরিবার। মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়েছে। ককটেল বিস্ফোরণ মামলা জামিন না পেয়ে আমি ১ মাস জেলেও ছিলাম। ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল বলেন, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসানো হয়নি। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তারা নাশতার পরিকল্পনা ও চেষ্টা করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এ ব্যাপারে আলাপ করতে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুদ্দোজাকে একাধিকবার কল দিলে তিনি কল রিসিভ করেননি।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৯৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031