শিরোনামঃ-

» শপথ নেননি সিলেটের নব নির্বাচিত ২ এমপি সহ ৭ জন

প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০১৯ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের নবনির্বাচিত ১৭ সাংসদ সহ সারাদেশের ২৯১ সংসদ সদস্য শপথ গ্রহণ করেন।

তবে সিলেটের ২ সাংসদ সহ ঐক্যফ্রন্টের মোট ৭ সাংসদ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করেননি।

আজ সকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠানে শুরুতে শপথ নেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে মহাজোটের সব সংসদ সদস্য সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান।

তবে সিলেট বিভাগের সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের মোকাব্বীর খান এবং মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মনসুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি। দলীয় ও ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত মেনে নির্বাচনের ফলাফল প্রত্যখ্যান করে শপথ অনুষ্ঠানে যাননি সিলেটের এই সাংসদ সহ বিএনপি থেকে নির্বাচিত আরো ৫ সাংসদ।

তবে, নির্বাচিত হওয়ার ৯০ দিনের মধ্যে শপথ নেওয়ার সুযোগ তাদের সামনে খোলা আছে। এই সময়ের মধ্যে তারা শপথ না নিলে সাংবিধানিকভাবে তাদের আসনগুলো শুন্য ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদের ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা-৩ আসনের নির্বাচন স্থগিত ছিল।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031