শিরোনামঃ-

» বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় শেখ হাসিনাকে মোদির অভিনন্দন

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০১৮ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরষ্ঠিতা পাওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে সোমবার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

এছাড়া সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব।

নির্বাচনে নিরঙ্কুশ জয়ী পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বিজয়ের মধ্য দিয়ে দলটি ইতিহাস গড়তে যাচ্ছে। একইসঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নতুন রেকর্ড করে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

নির্বাচন কমিশন (ইসি) ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। এতে ২৫৯টি আসন পেয়েছে আওয়ামী লীগ।

এইচ এম এরশাদের জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ২০টি আসন, বিএনপি পেয়েছে ৫টি আসন, ওয়ার্কার্স পার্টি পেয়েছে ৩টি আসন, জাসদ পেয়েছে ২টি আসন, বিকল্পধারা পেয়েছে ২টি আসন, গণফোরাম পেয়েছে ২টি আসন, তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে ১টি করে আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৩টি আসন।

এমনকি মহাজোটের শরিকদের জয়লাভ করা আসন সহ আওয়ামী লীগের নেতৃত্বে জিতে আসা মোট আসন সংখ্যা ২৮৮টি।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২১ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930