শিরোনামঃ-

» ধর্মীয় সম্প্রীতি স্থাপনে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে : মিসবাহ সিরাজ

প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০১৮ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ ধর্মীয় সম্প্রীতি স্থাপনে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

এখানে সকল ধর্মের বিশ্বাসীরা যার যার অধিকার নিয়ে বাস করছেন এবং সকলেই যার যার ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করছেন। যে কারণে বর্তমানে ধর্মীয় সম্প্রীতির দিক থেকে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।

বুধবার (১৭ অক্টোবর) সিলেটের বালাগঞ্জ উপজেলার মদন মোহন জিউ আশ্রম কেন্দ্রীয় পূজামন্ডপসহ বিভিন্ন মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন শেষে পৃথক শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জাতির জনকের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। সব ধর্ম-বর্ণের মানুষ এক হয়ে কাজ করছে বলেই দেশ উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে।’

তিনি দেশের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফের আওয়ামী লীগকে নির্বাচিত করে দেশের ক্ষমতায় বসানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন।

এসময় তার সাথে ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গির, জেলা পরিষদ সদস্য মো. লুকন মিয়া, নুরুল ইসলাম ইছন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জুনেদ মিয়া, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি মইনুল ইসলাম, মদনমোহন জিউ আশ্রম বালাগঞ্জের কেন্দ্রীয় মন্ডপের সেক্রেটারি রবীন্দ্র কুমার দাস, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বদরুল আলম, জেলা পূজা পরিষদ সদস্য রঙ্গেশ কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভোলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহন মিয়া, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রকিব জুয়েল, বালাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগ সেক্রেটারি কামরুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031