শিরোনামঃ-

» লায়ন্স ক্লাব সিলেটের সেবা মাসের তৃতীয় দিন পালিত

প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০১৮ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ লায়ন্স ক্লাব অব সিলেটের ‘অক্টোবর সেবা মাস-২০১৭’ এর তৃতীয় দিনের বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। দিনব্যাপী এসব কর্মসূচীর মধ্যে ছিলো বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ডেন্টাল ক্যাম্প, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষ রোপন এবং শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ।

বুধবার (৩ অক্টোবর) দুপুরে শহরতলীর আলুরতল বাগমারা শফিক-রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফ্রি ডেন্টাল চিকিৎসা দেওয়া হয়।

এছাড়া একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ এবং ক্যাম্পাসে শতাধিক বৃক্ষ রোপন করা হয়। তাছাড়া স্কুলে ৫টি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট লায়ন ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন- লায়ন্স শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন জহির বখত, শিশু হাসপাতালের সেক্রেটারি লায়ন ইমরান আহমদ, অক্টোবর সেবা মাসের আহ্বায়ক লায়ন আবদুল হামিদ, ট্রেজারার লায়ন হুমায়ূন কবীর, জয়েন্ট ট্রেজারার লায়ন মুছাব্বির মো. মুসা, টুলটিকর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য আবদুল মালেক, স্কুলের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, সেন্ট্রাল ডেন্টাল কলেজের সার্জন ডা. ফাহিদ হাসান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. রইছ আলী, সহকারি শিক্ষক আবদুল বাসিত, লায়ন আবদুস সাত্তার , সমাজসেবী মো. সালাহউদ্দিন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031