শিরোনামঃ-

» সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্টিত

প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০১৮ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। আগামী নির্বাচনে আওয়ামীলীগের পাশে থেকে সাধারণ মানুষকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

যে কোন পরিস্থিতি মোকাবেলা করে অবাদ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে  শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার গঠন করতে হবে।

ড. কামাল, মির্জা ফখরুল সহ ১/১১-এর কুশীলব গংরা জোট বেধেছে দেশে শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিতায় বিঘ্ন ঘটাতে পারে।

এরা দেশের মানুষের মঙ্গল চায় না। এরা অতীতেও নিজেদের স্বার্থ হাসিলে দেশ ও জাতিকে বলি করতেও দিধাবোধ করেনি যা প্রমাণিত হয়েছে বার বার। দেশের জনগণ এদের বিশ্বাস করে না। এই মিথ্যেবাদীদের জনগণ প্রত্যাখান করেছে, তাই এদের প্রতি কারো আস্থা নেই। এরা যেকোন ষড়যন্ত্র লিপ্ত হতে পারে। তাই স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি কর্মীকে দেশ বিরোধী এসব ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।

আগামী ১০ অক্টোবরে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঐতিহাসিক রায় হতে যাচ্ছে।

এ রায়কে ঘিরে বিএনপি-জামাতের যেকোন নাশকতা রুখে দিতে স্বেচ্ছাসেবক লীগকে রাজপথে থাকতে হবে।

শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর নবাব রোডে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ উপরোক্ত কথাগুলো বলেন।

সম্মেলন উদ্বোধন করেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল হোসেন কামরান এবং সদস্য আব্দুল মনাফের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, এটিএন বাংলা ইউকে’র সিলেট বিভাগীয় প্রধান সফিকুল ইসলাম শফি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মালদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে, জেলা যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বদরুল ইসলাম বদরু, সফিকুল ইসলাম শফিক, ধনঞ্জয় দাস ধনু, ইফতে কামরুল হাসান তায়েফ, ড. রকিবুল হাসান জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী, গোলাম হাসান চৌধুরী সাজন, দপ্তর সম্পাদক এম. কামরুল আই রাসেল, প্রচার সম্পাদক রাজেশ দাস রাজু, অর্থ বিষয়ক সম্পাদক শাহানুর আলম, নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আরজু বাঙালী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ ফাহাদ, সমাজকল্যাণ সম্পাদক মুহিতুর রহমান রনি, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির আলম, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হেলাল খান, সদস্য আবুল কালাম, মিসবাহ মির্জা, সায়মন আহমদ, শাহেদ আহমদ, রাসেল আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ সহ ১০, ১১ ও ১২নং ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031