শিরোনামঃ-

» ভিশন আইটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে আশফাক আহমদ তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়

প্রকাশিত: ০৯. জুলাই. ২০১৮ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সিলেট শহরতলির সোনাতলা বাজারের মাদরাসা মসজিদ মার্কেটের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ভিশন আইটি সেন্টার।’

রবিবার (৮ জুলাই) বাদ যোহর দোয়া মাহফিল ও ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

এসময় তিনি বলেন, তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তিই প্রধান হাতিয়ার। তথ্য প্রযুক্তিতে যারা দক্ষতা অর্জন করবে, আগামী দিনে তারাই সফলতার শীর্ষে আরোহন করবে। সরকার সারাদেশে আইটি পার্ক গড়ে তুলছে। সিলেটের কোম্পানীগঞ্জে ‘সিলেট ইলেকট্রনিক সিটি’ গড়ে উঠছে। সেখানে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। যারা তথ্য প্রযুক্তিতে জ্ঞান অর্জন করবে, তারা সেখানে কর্মসংস্থানের সুযোগ পাবে। প্রযুক্তি নির্ভর বাংলাদেশে এ জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। তাই নতুন প্রজন্মকে প্রযুক্তি শিক্ষা গ্রহণে আরো মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক মো. ওলিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- সিরাজুল ইসলাম আলিম মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জালালাবাদ আইসিটি ক্যাডেট স্কুল পরিচালনা পর্যদের সভাপতি আবুল কাশেম, সিরাজুল ইসলাম আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী, শাহ্ খুররম ডিগ্রি কলেজের অধ্যাপক কমর উদ্দিন, সিরাজুল ইসলাম আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নুরুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা মোজাহিদ উদ্দিন, মইয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকবর হোসেন রাজা, নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক মামুন, মাদ্রাসায়ে তৈয়্যাবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়ার সহকারী শিক্ষক মাওলানা নুরুল আমিন, শাহজালাল লতিফিয়া আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মাওলানা আজির উদ্দিন পাশা, মাওলানা মাহবুব রব্বানী, মাওলানা হাসান আহমদ, ইউপি সদস্য শাহনূর আলম, সাবেক ইউপি সদস্য মনির আলী, শ্রমিকনেতা মোসাহিদ আলী, নুরুল ইসলাম, জালালাবাদ আইসিটি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জাম্মান আহমদ, ভিশন আইটি সেন্টারের শিক্ষক সেলিম আহমদ, যুবনেতা ওয়াহিদ উদ্দিন মাসুম, শাহিন আহমদ, আব্দুস সালাম, আব্দুল করিম বাচ্চু, আব্দুল্লাহ মিয়া, ফুটবলার জামিল আহমদ, ছাত্রনেতা মিজানুর রহমান রুমন, আব্দুর রব, হাফিজ শাহিন আহমদ, হাফিজ আলমগীর হোসাইন, কবির আহমদ, সেলিম আহমদ, আল আমিন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031