শিরোনামঃ-

» সামাজিক প্রতিবন্ধী মহিলা প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র সিলেটের খাদিমনগর নিবাসীদের মধ্যে ঈদ বস্ত্র বিতরন ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ১০. জুন. ২০১৮ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ সামাজিক প্রতিবন্ধী মহিলা প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র সিলেটের খাদিমনগর নিবাসীদের মধ্যে ঈদ বস্ত্র বিতরন ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (৯ জুন) এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের কতিপর শিক্ষকের উদ্যেগে এবং কয়েকজন দানশীল ব্যক্তির অর্থায়নে কেন্দ্রের ৩৫ জন মহিলাকে ঈদ সামগ্রী প্রদান ও ইফতার করানো হয়

এ উপলক্ষে কেন্দ্রের অডিটোরিয়ামে ইফতার পূর্ব এক আলোচনা সভা জালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের শিক্ষক আব্দুল মালিকের সঞ্চালনায় ও কেন্দ্রের ব্যবস্থাপক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সিরাজাম মুনিরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক শামীম আহমদ চৌধুরী, উক্ত কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, পাঠানটুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল ও অগ্রনী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মাহমুদ আলী।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের শিক্ষক শাহাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে বেগম সিরাজাম মুনিরা বলেন- আমি এই কেন্দ্রটি সম্পর্কে বিশেষ কিছু জানতাম না, এখানে এসে সামাজিক প্রতিবন্ধী সুবিধা বঞ্চিত এসব মেয়েদের সম্পর্কে বিস্তারিত জানলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের ব্যাপারে খুবই আন্তরিক। আমি আমার অবস্থান থেকে এদের উন্নয়নে যথা সাধ্য চেষ্টা করব। তিনি সুবিধা বঞ্চিত এসব মহিলাদের কল্যাণে সমাজের বিত্তবান, গণ্যমাণ্য ব্যাক্তি ও সেচ্ছাসেবি সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।

সভাপতির বক্তব্যে কেন্দ্রের ব্যবস্থাপক লুৎফর রহমান বলেন- সিলেট শহরে অবস্থিত অনুরুপ কেন্দ্রে দানশীল ব্যাক্তিবর্গ, সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে প্রবিত্র রমজান মাসে, ঈদ ও জাতীয় ধর্মীয় দিবস গুলোতে প্রচুর সাহায্য সহযোগীতা করা হয়। কিন্তু শহর থেকে দুরে অবস্থিত এ কেন্দ্র সম্পর্কে সর্বসাধারণের বিশেষ ধারণা না থাকায় সাহায্যের হাত নিয়ে এখানে তেমন কেউ এগিয়ে আসেন না। এদের ভরসা একমাত্র সরকারি বরাদ্দ। খাদ্য, তেল, সাবান, চিকিৎসা, গ্যাস সহ মাসিক বরাদ্দ মাত্র ২৬০০/= টাকা। যা এই দুর্মুল্যের বাজারে খুবই অপ্রতুল। তিনিও এখানকার সুবিধা বঞ্চিত মেয়েদের জীবনমান উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন- সহযোগী অধ্যাপক শামীম আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল আহাদ, সাবেক ইউ/পি চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, ব্যাংক কর্মকর্তা মাহমুদ আলী, শিক্ষক শাহাব উদ্দিন, শাহজাহান আলী, কেন্দ্রের প্রশিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। কেন্দ্রের মেয়ে রহিমা বেগম ইসলামী সংগীত পরিবেশন করে।

উক্ত কর্মসূচী বাস্তবায়নে আর্থিক সহযেগিতা নিয়ে এগিয়ে আসেন লন্ডন প্রবাসী কবি ও ব্যবসায়ী হাজী মো. খয়জুর রহমান, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক শামীম আহমদ চৌধুরী, অত্র কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাজী মো. আব্দুল হামিদ হিরু মিয়া ও হাজী মো. আলী আকবর, জালালাবাদ ক্যন্টনমেন্ট বোর্ড হাইস্কুলের শিক্ষক মোতাহের হোসেন, শাহাব উদ্দিন, আব্দুল মালিক, মরিয়ম বেগম, শাহজাহান আলী, আজিজুন নাহার চৌধুরী, নাজমুল হক্ব, মো. রাজেউন্নবী, পাঠানটুলা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল আহাদ এবং বিশিষ্ট সমাজসেবী আব্দুল্লাহ সাদিক।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031