শিরোনামঃ-

» বিএনপি আজ নির্বাচন কমিশনে যাবে কয়েকদফা দাবি তুলে ধরতে

প্রকাশিত: ২৯. মে. ২০১৮ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে কয়েক দফা দাবি তুলে ধরবে বিএনপি।

আজ মঙ্গলবার (২৯ মে) বেলা আড়াইটার দিকে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল শেরেবাংলা নগরে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান বিএনপির প্রতিনিধি দলে থাকবেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে জানিয়েছেন।

সূত্র জানায়- প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের সময় গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের প্রত্যাহার, সিটি কর্পোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ দিয়ে আচরণবিধির সংশোধনী বাতিল করা, বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়টি দলের পক্ষ থেকে তুলে ধরা এবং ভোটের এক সপ্তাহ আগে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031