শিরোনামঃ-

» ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোন মাদক ব্যবসায়ীর স্থান হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৪. মে. ২০১৮ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মাদক ব্যবসায়ীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় তাদের (মাদক ব্যবসায়ী) স্থান হবে না। আমরা সেই কথা সবাইকে জানিয়ে দেব। তালিকা অনুযায়ী সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যার ঘরে একজন মাদকসেবী রয়েছে, সেই বুঝে এর কী যন্ত্রণা। নানা চেষ্টার পরেও মাদকের বিস্তার লাভ ঘটেছে।

এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। গত কয়েকদিন ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত মাদক ব্যবসায়ীদের গোপন তালিকা অনুযায়ী দেশব্যপী অভিযান চলছে। যারা দুষ্কর্ম করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন- প্রথম রমজান থেকে মাদকের বিরুদ্ধে আমাদের চিরুনি অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ অনেক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল মাদক স্পট গুড়িয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রত্যেককে ধরে বিচারের আওতায় নিয়ে আসা হবে। জনগণের সহযোগিতা নিয়ে পাড়া-মহল্লার মাদক স্পটগুলো গুড়িয়ে দেওয়া হবে। কারণ, মাদক যেকোনো অপরাধের চেয়ে ভয়াবহ।

মাদকবিরোধী প্রচার অভিযানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ডিবির অতিরিক্ত কমিশনার দেবদাশ ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, যুগ্ম-কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031