শিরোনামঃ-

» বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : প্রফেসর মাহাবুবুর রহমান

প্রকাশিত: ১২. মে. ২০১৮ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক প্রফেসর মাহবুবুর রহমান বলেছেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে।

আধুনিক ও যুগপযোগী শিক্ষাগ্রহণ করে নতুন প্রজন্ম যাতে জ্ঞান আর মেধার সমন্বয়ে পরিপূর্ণ মানুষ হয়ে দেশের সেবার কাজে লাগতে পারে তার জন্য সব রকম সহযোগীতা করে যাচ্ছে বর্তমান সরকার।

শনিবার দুপুরে নূরজাহান মেমোরিয়ালস ডিগ্রি কলেজের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন- কেবল ছেলেদের শিক্ষিত করে আর মেয়েদের শিক্ষা থেকে দূরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়নে কাজ করতে হলে নারীদের শিক্ষায় আলোয় শিক্ষিত করে তুলতে হবে।

শৈশবের স্মৃতিচারন করে বলেন- আমরা যখন পড়াশোনা করি তখন এখনকার মতো এতো মেয়েরা স্কুল কলেজে যেত না। আসলে তাদের স্কুল কলেজে যেতে দেওয়া হতো না। নারীরা এক সময় শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে ছিল। এখন আর নারীরা ঘরের কোণে বসে থাকে না। তারাও এখন বড় বড় ডিগ্রি নিয়ে দেশে বিদেশে পুরুষের ন্যায় নিজের মুখ উজ্জল করে চলেছে।

সহকারী অধ্যাপক এম এ আজিজের পরিচালনায় ও অধ্যক্ষ নিজাম তরফদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেট এর আঞ্চলিক পরিচালক প্রফেসর হারুনুর রশীদ, উপ-পরিচালক জাহাঙ্গীর কবির, নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, ডিইও গোলজার আহমেদ খান, সুবল চন্দ্র দাস, এম এ বায়েছ, তাসলিমা বিলকিস, রোমানা সুলতানা।

প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, অত্র কলেজের শিক্ষার্থী ফাতেমা বেগম, সীমা রানী সরকার, আয়শা সুলতানা বুশরা, হাজেরা আক্তার সুন্নাহ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031