শিরোনামঃ-

» শাহ্ খুররম ডিগ্রি কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার প্রদান

প্রকাশিত: ০৮. মার্চ. ২০১৮ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলার শাহ্ খুররম ডিগ্রি কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনীরা। তিনি তার বক্তব্যে বলেন মার্চ হচ্ছে স্বাধীনতার মাস। বাঙ্গালির প্রেরণার মাস। এ মাসেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহন করেছিলেন। তাঁর ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের মাধ্যমেই বাঙ্গালির মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং স্বাধীনতা এনে দিয়েছিল।

এ মাস আরো তাৎপর্যপূর্ণ কারণ নারী দিবসের মাস। ২০১৮ সালের এ মাসেই আমরা উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পেতে যাচ্ছি। সুতরাং সবদিক থেকে এ মাস বাঙ্গালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারি অধ্যাপক কমর উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহযোগী, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031