শিরোনামঃ-

» শাহপরান (র.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর প্রাক্তন ছাত্র ও অভিভাবকবৃন্দের চরম বিক্ষোভ প্রদর্শন

প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০১৮ | রবিবার

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের খাদিমপাড়ায় হযরত শাহপরান (র.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর ক্ষুব্ধ হয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ চরম বিক্ষোভ প্রদর্শন করেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়।

জানা যায়, শাহপরান (র.) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মখলিছুর রহমান বিগত ২০১৭ সালের ১৮ নভেম্বর টিলা কাটার অপরাধে দন্ডপ্রাপ্ত হলে আইন অনুযায়ী তাঁর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদ বাতিল হয়ে যায়।

এরপর থেকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা দায়িত্বরত প্রধান শিক্ষককে বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রাখার জন্য নতুন সভাপতি মনোনীত করার ব্যাপারে জোরালোভাবে তাগিদ দিলে তিনি বিভিন্ন টালবাহানা করে তা আমলে নেন নি বিধায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অভিভাবকবৃন্দ ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষককে বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হন।

একপর্যায়ে টিএনও মুনিরা জামাল সিয়াম উপস্থিত হয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি ২০১৮ এর মধ্যে নতুন সভাপতি মনোনীত করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দিলে বিক্ষোভকারী প্রাক্তন ছাত্র ও অভিভাবকবৃন্দ শান্ত হন এবং টিএনও’র কথা মেনে নিয়ে স্থান ত্যাগ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031