শিরোনামঃ-

» কোন সাংবাদিক ৩২ ধারায় ফাঁসলে বিনা পারিশ্রমিকে তাঁর পক্ষে লড়বেন আইনমন্ত্রী

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০১৮ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা সাংবাদিকদের কাজকে বাধাগ্রস্ত করবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেছেন, কোন সাংবাদিক তার বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের জন্য যদি ৩২ ধারায় অভিযুক্ত হন, তাহলে একজন আইনজীবী হিসেবে বিনা পারিশ্রমিকে তার জন্য আদালতে দাঁড়াব।’

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সাংবাদিকদের কাজ গুপ্তচরবৃত্তি নয়। তাঁরা তথ্য সংগ্রহ করেন বা করবেন প্রতিবেদন তৈরির স্বার্থে।
সরকারের গোপন তথ্য সরকারের শত্রু বা বিদেশের কাছে সরবরাহ করার জন্য নয়।
তিনি বলেন, সুপ্রিম কোর্টে অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হবে।
এ সময় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায় প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ মামলার রায়ে  সরকারের কোন হাত নেই।
এ সময় উপস্থিত ছিলেন- ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার, সহ-সভাপতি মাশহুদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু, সাবেক সভাপতি এম. বদিউজ্জামান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031