শিরোনামঃ-

» হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেটে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০১৮ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগের উদ্যোগে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগীতায় দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের সৈয়দ কুতুব জালাল উচ্চ বিদ্যালয় ৪ ফেব্র“য়ারি রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগের সভাপতি মো. আরিফুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুব সংগঠক ও সমাজকর্মী শাহিন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার পরিদর্শক মোহাম্মদ এমদাদুল্লা, পরিদর্শক মো. কবিরুল হাসান, সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম, সহকারী প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী, হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগের কোষাধ্যক্ষ মকসুদুর রহমান চৌধুরী, জেলার সদস্য তামান্না বেগম, জান্নাতুল বেগম।

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট জেলার কর্মকর্তা মো. ছায়েম মিয়া ও রুবেল দাস উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে ধবংশ করে দেয়। মাদকের ছোবলে মানুষের শেষ হয়ে যায়। কোন মা বাবা চান না তার সন্তান যেন অকালে মৃত্যুর পথে চলে যাক। বর্তমানে সমাজে রন্ধে রন্ধে বিষধর সাপের মত জড়িয়ে পড়েছে জীবন বিনাশী নীল নেশার মাদকদ্রব্য। তরুণ-তরুণী এ নেশায় আসক্ত হয়ে তাদের জীবন শেষ করে দিচ্ছে এবং দাবানলের মতো তা সমাজে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের বিভিন্ন শহরে, গ্রামে গঞ্জে এর ব্যবহার প্রবল আকার ধারণ করেছে। মাদকদ্রব্য ব্যবহার না করার জন্য সবাইকে ফিরিয়ে আনতে হবে। সবাইকে সচেতন হতে হবে।

আলোচনা সভা শেষে আলোচনার উপর প্রশ্নউত্তর পর্বের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং অনুষ্ঠানের প্রধান অতিথি মাদককে না বলুন এই মর্মে শপথ বাক্য পাঠ করান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031