শিরোনামঃ-

» ‘নির্বাচনে না আসলে নিবন্ধণ বাতিল হতে পারে বিএনপির’ : ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০১৮ | শনিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপি’র নিবন্ধণ বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই আগামী নির্বাচন হবে। বাংলাদেশে কেন আলাদা ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শনিবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপিকে উদ্দেশ্যে করে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন সরকার ছোট আকারে হবে। তখন মন্ত্রিপরিষদ বর্তমান সময়ের চেয়ে কমে যাবে। আইন প্রয়োগকারী সংস্থা চলে যাবে নির্বাচন কমিশনের অধীন, তারা ভয় পাচ্ছে কেন। তাদের নির্বাচনে আসতে হবে। নির্বাচনে না আসলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।’

নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যে হুমকি ধামকি দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিএনপি হাওয়ার উপর মিথ্যাচার করছে। তাদের তো কোনো কাজ নেই, তাদের আছে শুধু কথা।

বিএনপির কয়েকজন প্যাথলজিক্যাল মিথ্যাচারে রয়েছেন। এরা অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায়। কে তাদের হুমকি দেয়, তথ্য প্রমাণ দিলে আমরা ব্যবস্থা নেব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হায়দারসহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031