শিরোনামঃ-

» নগরীর ২৭নং ওয়ার্ডে নামকরণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ সালিশী বৈঠকে নিষ্পন্ন

প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডে নামকরণ নিয়ে হবিনন্দী, পালপুর ও দক্ষিণ কুশিঘাট আবাসিক এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের বিরোধ সালিশী বৈঠকে নিষ্পত্তি হয়েছে।

সালিশী বৈঠকে সিদ্ধান্ত হয় দক্ষিণ সরমা উপজেলার মোগলাবাজার থানার হবিনন্দী মৌজার জে এল নং-১০৭ স্থিত ২৭নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্গত হবিনন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব দেয়ালের পূর্ব পার্শ্ব ঘেঁষে সিলেট-সুতারকান্দি-জকিগঞ্জ রোড হতে সুরমা নদীর খোয়াঘাট পর্যন্ত যে রাস্তা মিলিত হয়েছে, সে রাস্তার সম্মুখে তোরণ বা গেইটের নামকরণ হবে “দক্ষিণ কুশিঘাট, আবাসিক এলাকা, মনুসরিয়া জামে মসজিদ, খেয়াঘাট রোড, নওয়াবাজার, হবিনন্দী, ২৭নং ওয়ার্ড, সিলেট”।

সালিশী সিদ্ধান্তের প্রেক্ষিতে শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে বিরোধপূর্ণ জায়গায় “দক্ষিণ কুশিঘাট, আবাসিক এলাকা, মনুসরিয়া জামে মসজিদ, খেয়াঘাট রোড, নওয়াবাজার, হবিনন্দী, ২৭নং ওয়ার্ড, সিলেট শিরোনামে সাইনবোর্ড বসান নালিশী কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- সালিশী কমিটির ১৪ জন মুরুব্বি। তারা হলেন- সালিশ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম বাবুল, সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, কবির উদ্দিন আহমদ, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, মুহাম্মদ উস্তার আলী, মুহাম্মদ আবু তাহের, মো. আজিজুর রহমান, ইফতার খান, মো. ছয়েফ খান, মনসুর খান, মাহমুদ হাসেন শাহিন, আব্দুর রউফ দারা, শাহ মো. বদরুজ্জামান ও মো. শামসুল ইসলাম।

সাইনবোর্ড বসানো শেষে সালিশ কমিটির নেতৃবৃন্দ বলেন- আল্লাহর রহমতে ও নামকরণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ হয়েছে। এখন উভয় পক্ষকে ধৈয্য সহকারে শান্তিপূর্ণভাবে থাকতে হবে। এ নিয়ে আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031