শিরোনামঃ-

» যুব গেমস-২০১৮ আন্ত:উপজেলা উশু প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০১৭ | মঙ্গলবার

সিলেট জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রবিবার (২৪ ডিসেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ যুব গেমস-২০১৮ আন্ত:উপজেলা উশু প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাত ৮টায় অনুষ্ঠিত হয়।

সিলেট সদর উপজেলা, ওসমানীনগর উপজেলা ও বিয়ানীবাজার উপজেলার মধ্যে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সান্দা ৫২কেজি ওজনের ক্যাটাগরিতে মেয়েদের খেলায় বিজয়ী হন- সিলেট সদর উপজেলা সর্বানী পুরকায়স্থ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন, আন্তর্জাতিক উশু কোচ জাতীয় জাজ মো. আনোয়ার হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সম্পাদক বিপুল চন্দ্র তালুকদার, সুব্রত রায়, জেলা উশু এসোসিয়েশনের মহিলা সম্পাদিকা নাজমা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন- খেলার সহকারী জাজ জাতীয় সান্দা জাজ কাইফ আহমদ রুবেল, জাতীয় তাউলু জাজ এমদাদুল হক, সান্দা জাজ আব্দুর রহমান সানি, জাজ বদরুজ্জামান রাজু, জাজ তানভীর চৌধুরী, জাজ আরিফ উদ্দিন ওলি, আলিফা বেগম প্রমুখ।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ বিজয়ীদের হাতে নগদ অর্থ প্রদান করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন- বাংলাদেশ যুব গেমস-২০১৮ এ এবার অনেক প্রতিভাবান উশু খেলোয়াড় উঠে এসেছে।

আশা করা যায় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণেও তারা সাফল্য লাভ করবে। সান্দা ও তাউলু খেলা খুবই সুন্দর খেলা যা আত্মরক্ষা ও শরীর চর্চার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুনাম বয়ে আনবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031