শিরোনামঃ-

» চলতি বছরে সারাবিশ্বে ৬৫ জন সাংবাদিক নিহত

প্রকাশিত: ২০. ডিসেম্বর. ২০১৭ | বুধবার

সিলট বাংলা নিউজ ডেস্কঃ চলতি বছর সারাবিশ্বে ৬৫ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।
রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) (১৯ ডিসেম্বর) মঙ্গলবার তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে- নিহতদের মধ্যে ৫০ জন পেশাগত রিপোর্টার।
এ বছর সাংবাদিক হত্যার যে পরিসংখ্যান পাওয়া গেছে তা ১৪ বছরের মধ্যে সবচেয়ে কম বলে জানিয়েছে সংস্থাটি।
আগের চেয়ে সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ কাজ ও এলাকা এড়িয়ে চলেছেন বলেই মৃত্যুর এই হার কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এখনো সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ। আরএসএফ বলছে- সেখানে ১২ জন সংবাদকর্মী নিহত হয়েছেন।
আর এর পরের অবস্থানে রয়েছে মেক্সিকো। যেখানে ১১ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।
তবে এশিয়ার দেশগুলোর মধ্যে বিপজ্জনক দেশ হিসেবে উঠে এসেছে ফিলিপিন্সের নাম। যেখানে ২০১৬ সালে পাঁচজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।
সাংবাদিকদের নিয়ে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতের নেতিবাচক মন্তব্যের প্রেক্ষিতেই এমনটা ঘটেছে বলে জানাচ্ছে আরএসএফ।
তবে এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে দেশটিতে কোনো সাংবাদিক নিহত হয়নি।
এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে চলতি বছর বাংলাদেশেও সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। দৈনিক সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি আবদুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালনকালে নিহত হন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031