শিরোনামঃ-

» মুন্নীর ঘাতকের শাস্তি দাবী এডভোকেট শামসুল ইসলামের

প্রকাশিত: ১৯. ডিসেম্বর. ২০১৭ | মঙ্গলবার

দিরাই প্রতিনিধিঃ দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী এসএসসি পরীক্ষার্থী হোমায়রা আক্তার মুন্নী’কে হারিয়ে তার মা রাহেলা বেগম বাকরুদ্ধ হয়ে পড়েছেন এবং আত্মীয় স্বজনের আহাজারিতে আকাশ বাতাস বারি হয়ে উঠছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিলেট ল’কলেজের সাবেক ভিপি সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম মুন্নীর পৌর শহরের মাদানী মহল্লার বাসায় গেলে এমনই দৃশ্যের অবতারনা হয়।

এডভোকেট সামসুল ইসলাম সকালে মুন্নীর বাসভবনে যান এবং মুন্নীর পরিবারকে শান্তনা দিয়ে বলেন- আমি সুনামগঞ্জের এডিশনাল এসপি হাবিবুল্লাহ, দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত সিকদার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল’র সাথে আলাপ করেছি মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় এনে ঘাতকের শাস্তি নিশ্চিত করা হবে।

এর আগে এডভোকেট শামসুল ইসলাম দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক ও প্রধান শিক্ষক জাফর ইকবাল, শিক্ষকদের সাথে দেখা করে মুন্নীর ব্যাপারে খোঁজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সর্দার রুমী, অভিভাবক সদস্য মো. সাজন সর্দার, দিরাই উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা ফিরোজ খা, বঙ্গবন্ধু পরিষদের নেতা নুরুল কাউয়ুম, সাংবাদিক ও হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেদ মিয়া, প্রবীন মুরব্বী কবির চৌধুরী, সিলেট মহানগর তাতীলীগের সাধারণ সম্পাদক নুমান আহমদ, দিরাই প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইমলাম সর্দার, সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের অন্যতম নেতা আখলাক হোসেন, কৃষকলীগের যুগ্ন-আহবায়ক স্বপন মিয়া, যুবলীগ নেতা জুয়েল আহমদ, দিরাই ছাত্রকল্যান পরিষদের নেতা বেলায়েত, ছাত্রলীগ নেতা জাহেদ, সুবেল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031