শিরোনামঃ-

» মুহাম্মদ সাকিব সাদাকাত এর সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের মতবিনিময় সভা

প্রকাশিত: ১২. ডিসেম্বর. ২০১৭ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর কনফারেন্স হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ফরেন সার্ভিস একাডেমী, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা এর পরিচালক মুহাম্মদ সাকিব সাদাকাত এর নের্তৃত্বে ২৩তম বিশেষায়িত কুটনৈতিক কোর্সের সহকারী সচিব পর্যায়ের ৯ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সোমবার (১১ ডিসেম্বর) জেল রোডস্থ সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) সফর করেন।

এসময় এসএমসিসিআই এর আয়োজনে সফররত প্রতিনিধি দলের সহিত পরিচালনা পর্ষদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন- এসএমসিসিআই এর সভাপতি হাসিন আহমদ। সভায় সফররত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- পরিচালক মুহাম্মদ সাকিব সাদাকাত, সহকারী সচিব  আয়শা আক্তার, আতাউর রহমান, আবদুল্লাহ -আল-রাজী, মেহেবুবে জামান, হাসান আল্ বাশার আবুল উলায়ী, রেহানা পারভীন, মোছা. মীর নুরাণী রুপমা, পারুল দেওয়ান, মো. জিয়াউর রহমান।

এসএমসিসিআই এর পাশে উপস্থিত ছিলেন- সভাপতি হাসিন আহমদ, ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেন, পরিচালক কাজী মকবুল হোসেন, ইলিয়াছুর রহমান, মাসুদ জামান, মোয়াম্মীর হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান, শাহ আলম, জালাল উদ্দিন আহমদ, আলীমুছ ছাদাত চৌধুরী, আব্দুর রহমান রিপন, প্রাক্তন পরিচালক মাওলানা খায়রুল হোসেন, সুমেয়াত নুরী চৌধুরী জুয়েল প্রমুখ।

মতবিনিময় সভার শুরুতে সফররত প্রতিনিধি দলকে এসএমসিসিআই এর পক্ষে ধন্যবাদ জানানো হয় এবং সকলের চাকুরীকালীন জীবনের সফলতা কামনা করা হয়।

চেম্বার সভাপতি বলেন- ২৩তম বিশেষায়িত কুটনৈতিক কোর্সের সহকারী সচিবরা আগামীদিনে পৃথীবির বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তারা যেন পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেন।

মতবিনিময় সভায় প্রশিক্ষণার্থীরা বলেন- এসএমসিসিআই এর সাথে এই মনবিনিময় সভার অভিঞ্জতা তাদের চাকুরীকালীন জীবনে অনেক কাজে লাগবে। তারা এসএমসিসিআই-কে মতবিনিময় সভা আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031