শিরোনামঃ-

» বাংলাদেশ বার কাউন্সিল নেতৃবৃন্দের দেশের বিভিন্ন জেলা বারে মতবিনিময় সভা সম্পন্ন করেন

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০১৭ | সোমবার

সিলেট বাংলা নিউজ ল’ ডেস্কঃ আইনের ধারাকে সমুন্নত রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে সূদৃঢ় করতে আইনজীবীদের অভিভাবক সংগঠন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও রোল এন্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট মো. ইয়াহিয়া’র নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন বার এসোসিয়েশনে মতবিনিময় সভা পরিচালনা অব্যাহত রেখেছেন।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ ৫টি জেলা বারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে বাকী জেলা বারগুলোতে এ রকম মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় অনেক সমস্যা ও পরামর্শ উঠে আসে। আইনজীবীদের সার্বিক কল্যাণে প্রতিটি বারের আইনজীবী নেতারা তাঁদের অভিমত পোষণ করেন। মানুষ যখন সর্বশান্ত হয় তখন তাঁদের শেষ আশ্রয়স্থল হচ্ছে আদালতের দরজা। ন্যায় বিচারের স্বার্থে বঞ্চিত ও শোষিত মানুষের পক্ষে আইনী লড়াই করেন বিজ্ঞ আইনজীবীরা। কিন্তু আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে যা তোলে ধরেন বার কাউন্সিল নেতৃবৃন্দের নিকট।

মতবিনিময়কালে রাজশাহী জেলা বার নেতৃবৃন্দ অত্র এলাকার যোগ্য সন্তান হিসেবে রোল এন্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট মো. ইয়াহিয়ার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন দেশে আইনের শাসন অব্যাহত রাখতে হলে যোগ্যতার মাপকাঠিতে এ ধরনের ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা উচিত।

এ্যাডভোকেট মো. ইয়াহিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। ছাত্রলীগের সভাপতি থেকে আইনজীবী বারের বারংবার নির্বাচিত সভাপতি হয়েছিলেন। ছাত্র রাজনীতি থেকে অদ্যবধি আওয়ামী রাজনীতির একজন ত্যাগী নেতা হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠায় এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশের প্রতিটি আইনজীবী বারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031