শিরোনামঃ-

» কাজীটুলা (ইউ.কে) প্রবাসীদের উদ্যোগে ফ্রি খৎনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪. আগস্ট. ২০১৭ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ কাজীটুলা (ইউ.কে) প্রবাসীদের উদ্যোগে কাউন্সিলর দিলোয়ার হোসেন সজীবের সার্বিক তত্ত্বাবধানে ও কাজীটুলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে সোমবার (১৪ আগস্ট) দিনব্যাপী কে ডব্লিউ এ ভবনে ফ্রি খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খৎনা ক্যাম্পে অসহায় গরীব অর্ধ শতাধিক শিশুকে ফ্রি খৎনা, ঔষুধপত্র ও লুঙ্গি-গেঞ্জি প্রদান করা হয়। সকালে কাজীটুলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সামাজিক সেবা ও হিতৈষী কাজের মাধ্যমে সমাজে বৈষম্য কমতে পারে।

এতে ধনী-গরীবের ভেদাভেদ দুর হয় এবং মানুষের ভালোবাসা বিনিময় হয়। তিনি আরো বলেন- দেশের জীবনমান উন্নয়নে প্রবাসীদের কষ্টার্জিত অর্থের অবদান রয়েছে। কাজীটুলা ইউকে প্রবাসীগণ নিঃস্বার্থভাবে সমাজসেবা করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

তিনি সুদূর প্রবাসে থেকেও তাদের উপার্জিত অর্থ জনসেবামূলক কাজে ব্যয় করছেন। প্রবাসীদের এ কর্মকান্ড স্মরণীয় হয়ে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন কাজীটুলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা জহির বখত, সভাপতি সামসুল আলম, খৎনা ক্যাম্পের সহযোগিতাকারীদের পক্ষে উপস্থিত ছিলেন- ইউ.কে প্রবাসী আরিফ উদ্দিন, বাবুল খান, সাধারণ সম্পাদক মহসিন আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নুরুল মুমিন খোকন, শামিম খান, জুয়েল আহমদ, রাসেল আহমদ, মফিক, আব্দুর রহিম মিজু, পিংকু, রেজা, রিজবী, সেলিম, আতাউর রহমান, মুহিন, কামরুজ্জামান, সুমন, সেলিম, তারেকুজ্জামান চৌধুরী, আব্দুর রহমান বাদশা, মুস্তফা মিয়া প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031