শিরোনামঃ-

» বণ্যা দূর্গত এলাকা পরিদর্শন করছেন এডভোকেট শামসুল ইসলাম

প্রকাশিত: ১৩. আগস্ট. ২০১৭ | রবিবার

শাল্লা প্রতিনিধিঃ সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, ৯০ এর ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতা, মহান মুক্তিযুদ্ধে শহীদ তালেবের ছোট ভাই, সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেছেন- জাতির জনকের কন্যা, দেশরত্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিরাই-শাল্লার বন্যা দূর্গত মানুষের পাশে আছেন।

তিনি সার্বক্ষনিক হাওরাঞ্চলের মানুষের খোঁজ খবর নিচ্ছেন। কেউ ত্রান নিয়ে গাফলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বন্যা দূর্গত এলাকায় ত্রান বন্টনে সকলের সাহায্য কামনা করে বলেন- প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করতে শেখ হাসিনার সরকার আন্তরিক। তিনি শনিবার (১২ আগস্ট) শাল্লা উপজেলার যাত্রাপুর মাদার ফকির আশ্রম, রাহুতলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাহুতলা কালি মন্দির, রাহুতলা লোকনাথ মন্দির, রাহুতলা কওমী মাদ্রাসা, সুনাকাঠি মসজিদ, নিজ গাঙ বাজার রাধা গোবিন্দ্র মন্দির, নিজ গাঙ বাজার মসজিদ, সর্মগ্রাম দারুল কোরআন ইমদাদুল ওলুম মাদ্রাসা, দাউদপুর বাজার দূর্গা মন্দির শাল্লা উপজেলার বিভিন্ন বন্যা দূর্গত এলাকায় দিনভর পরিদর্শনকালে একথাগুলো বলেন।

আওয়ামীলীগ নেতা এডভোকেট দীপু রঞ্জন দাস, শাল্লা যুবলীগ আহবায়ক তকদির হোসেন, আটগাও আওয়ামীলীগের সাবেক সভাপতি আজব আলী, মনিন্ড সরকার, সুসেন বাবু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি বিজিত লাল দাস, উপজেলা যুবলীগ নেতা লাল আমীন তালুকদার, আট গাঁও যুবলীগ সভাপতি আমীর হামজা, আকামত মিয়া, বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি জাহাংগীর চৌধুরী, অখিল দাস, প্রভাংশু দাস, চপল দাস, সুলতান আহমদ, রিপন মিয়া, সারওয়ার, দীপক রঞ্জন সরকার, রনজিত দাস, রতন রায়, পরিতোষ, মৌলানা বজলু রহমান, মৌলানা মইনুল ইসলাম, আমজদ হোসেন, ছাত্রলীগ নেতা জাহেদ হোসেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031