শিরোনামঃ-

» সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ইন্তেকাল

প্রকাশিত: ০১. আগস্ট. ২০১৭ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বিএনপির সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ইন্তেকাল করেছেন (ইন্নাইলাহি…..রাজিউন)। মঙ্গলবার (১ আগস্ট) ভোরে মানিকগঞ্জের নিজ বাসভবন গিলন্ডে মারা যান তিনি। মুন্নুর কন্যা আফরোজা খান রিতার ব্যক্তিগত সহকারী রেজাউল করিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন। রেজা আরও জানান, মুন্নু দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
বিএনপির এই বর্ষীয়ান নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মানিকগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মাঝে বিষাদের ছায়া নেমে আসে।
মুন্নু ১৯৯১ সালে মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) আসনে বিএনপির হয়ে নির্বাচন করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালেও তিনি ওই আসন থেকে অনায়াসে জয়লাভ করেন।
২০০১ সালে এই আসনের পাশাপাশি মানিকগঞ্জ-৩ (সদর- সাটুরিয়া) আসনেও জিতেন মুন্নু। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাকে মন্ত্রী করা হলেও সে সময় তাকে কোন দপ্তর দেয়া হয়নি। মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন মুন্নু।
তবে বিএনপির সর্বশেষ কমিটিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। মুন্নুর কন্যা ও মানিকগঞ্জ জেলা বিএনপির বর্তমান সভাপতি আফরোজা খান রিতা লন্ডনে অবস্থান করছেন। তিনি দেশে আসার পর দাফনের সময় ঠিক করা হবে জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031