শিরোনামঃ-

» সিলেট ক্লাসিক স্কুল এন্ড কলেজের নবীন বরণ ২০১৭ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮. জুলাই. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেটের উপশহরস্থ ক্লাসিক স্কুল এন্ড কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং প্রয়াত প্রফেসার মোদাব্বের আলী সাহেবের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ জুলাই) দুপুর ১২টায় সিলেট ক্লাসিক স্কুল এন্ড কলেজের হল রুমে ওরিয়েন্টেশন ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

উক্ত সভায় বিদ্যালয়ের ব্যাবস্থাপনা পরিচালক লবিবুর রহমান এর সভাপতিত্বে এবং প্রভাষক মো. ওয়রিদ উল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্ব মো. মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. মুজিবুর রহমান বলেন- বিদ্যালয় হচ্ছে শিক্ষা গ্রহনের স্থান আর শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন বর্তমান সরকার আধুনিক শিক্ষা ব্যবস্থা জোরদার করতে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন কৌশল গ্রহন করেছে, শিক্ষার্থীদের প্রথম থেকেই অভিজ্ঞতা সম্পন্ন করে গড়ে তুলতে পিএস সি, জে এস সি পরীক্ষা চালু করা হয়েছে।

আমাদের সু-শিক্ষা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করতে হবে। তিনি প্রয়াত প্রফেসর মোদাব্বির আলী স্যারের কথা স্মরণ করে বলেন- স্যার ছিলেন একজন বটবৃক্ষ, তিনি ছায়া দিয়ে আগলে রেখেছিলেন হাজার হাজার ছাত্র-ছাত্রীকে। তিনি কর্মজীবনে ছিলেন একজন মহৎ ও বড় মনের মানুষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উক্ত বিদ্যালয়ের প্রভাষক মো. রিফাত হোসেন, জামিল হোসেন, নুরুল আমীন, জাহেদুর রহমান, মোছা. খাদেজা বেগম, রাহাত আরা ববি, মো. আব্দুল মতিন, হাবিব মেহেদী, ইফতেখার নোমান, তাজকির আহমদ, জাসাদ আহমেদ, সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলা টিভির গোলাপগঞ্জ প্রতিনিধি এস এম জহুরুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রভাষক আব্দুল্লাহ আল আমীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নবাগত শিক্ষার্থী মাহমুদুল হাসান, তামান্না শারমিন।

দেশাত্মবোধক গান পরিবেশন করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী মরিয়ম বেগম ও নবাগত শিক্ষার্থী তাওহিদ আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্র আমীর আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031