শিরোনামঃ-

» সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে ব্যতিক্রমধর্মী প্রতিকী অবস্থান কর্মসূচি পালিত

প্রকাশিত: ২৬. মে. ২০১৭ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় সিলেট মহানগরীর জিন্দাবাজার পয়েন্টে পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে ছোলা, খেঁজুর, কাঁচামরিচ, বেগুন, গাজর, লেবু, শশা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে হারিকেন, ল্যাম্প, মোমবাতি, টর্চলাইট, চার্জ লাইট নিয়ে প্রতিকী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিকী অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন- গুটিকয়েক অসাধু ব্যবসায়ীর কারণে হঠাৎ করে দ্রব্য মূল্যে বেড়ে যায়। যা অত্যন্ত দুঃখজনক।

পবিত্র রমজান মাস আসন্ন। এ সময়ে সব ধরণের ভোগ্যপণ্যের চাহিদা অন্যান্য সময়ের তুলনায় বেড়ে চায়। এই পবিত্র সময়কে উপলক্ষ্য করে কিছু অসাধু কালোবাজারীরা ভোগ্যপণ্য গোদামজাত করে দাম বাড়িয়ে দেন। যা ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়।

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে ভোগ্যপণ্যের দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য মনিটরিং সেলসহ সর্বদা বাজার তদারকির ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিকী অবস্থান থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।

পাশাপাশি পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার “শ্রেষ্ঠ যুব সংগঠক” পদকপ্রাপ্ত সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সংস্থার পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে কামাল হোসেনের পরিচালনায় প্রতিকী অবস্থান কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন- বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত সূর্যোদয় এতিম স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাসান তালুকদার সোহেল।

প্রতিকী অবস্থান কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন- সিলেট বাংলা নিউজডটকমের সম্পাদক ও ওয়েস্ট ওয়ার্ল্ড’র বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল আহমদ, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের সাংগঠনিক সচিব ও কাকলী শপিং সেন্টারের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া ইমরুল, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কান্তি দাস, সুনামগঞ্জের যুব নেতা হুমায়ূন রশিদ চৌধুরী, দক্ষিণ সুরমার বিশিষ্ট যুব সমাজকর্মী ও সংগঠক মো. রফিকুল ইসলাম শিতাব, ফুটপাত বাঁচাও রাস্তা বাঁচাও আন্দোলন সিলেটের সদস্য মো. মাহিম মীর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিন্দাবাজারের ব্যবসায়ী চৌধুরী মাহবুবুর রহমান, মো. মিলন হোসেন, মো. পিকুল হোসেন, সিলেট কল্যাণ সংস্থা’র সদস্য মো. নাজমূল হুসাইন, মো. আলিম উদ্দিন, মানিক চন্দ্র সরকার, জসিম উদ্দীন, যুব সংগঠক ফিরোজ আহমদ, অপু আহমদ, মো. মামুন আহমদ চৌধুরী, মো. টিপু মিয়া, মো. ইকবাল হোসেন, শামীম আহমদ ও কৃতিশ তালুকদার।

প্রতিকী অবস্থান কর্মসূচী প্রায় ১ ঘন্টা স্থায়ী হয়। এতে সিলেট প্রেমী প্রায় অর্ধশতাধিক সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031